
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানী মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউনে লাগা আগুন ৫০ ঘণ্টায়ও নেভেনি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সরেজমিন ঘুরে সময় সংবাদের প্রতিবেদক জানান, এখনো থেমে থেমে বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। ধোয়া বের হচ্ছে ভবনগুলোর বিভিন্ন অংশ থেকে। ফায়ার সার্ভিস নেভানোর কাজ অব্যাহত রেখেছে।
গোডাউন থেকে বিষাক্ত গ্যাস ছড়ানোয় আশপাশের কারখানাও বন্ধ রাখা হয়েছে। নিয়ন্ত্রণ করা হয়েছে সাধারণ মানুষের চলাচলও।
এদিকে, ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ এখনো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পড়ে রয়েছে। পরিচয় শনাক্তের জন্য স্বজনদের শরীর থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডির ফরেনসিক ইউনিট।
মরদেহ হস্তান্তর কবে, কখন হবে সেটিও এখনও অজানা ভুক্তভোগী পরিবারগুলোর। আইনি পক্রিয়ার এই ধীরগতিতে ক্ষোভ জানিয়েছেন স্বজনরা।
জানা গেছে, গত বুধবার ছয়টি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বাকি ১০টি লাশ আজ ময়নাতদন্তেরর কথা রয়েছে।
উল্লেখ্য: মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরে গার্মেন্টসের প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ১২টি ইউনিট। এখন পর্যন্ত আগুনে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ওইদিন রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর কয়েক ঘণ্টা পর ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দেয় বিএনপিও।
নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খাল...
নিউজ ডেস্কঃ গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে প্রধা...
নিউজ ডেস্কঃ জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আ...
নিজস্ব প্রতিবেদকঃ চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যখ...
নিউজ ডেস্কঃ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বল...
মন্তব্য (০)