• খেলাধুলা

‎পিছিয়ে যেতে পারে ২০৩৪ ফিফা বিশ্বকাপ ‎

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শীতপ্রধান পশ্চিমা দেশগুলোর তাপমাত্রা বিবেচনায় গ্রীষ্মের জুন-জুলাইয়েই সাধারণত বসে ফুটবল বিশ্বকাপের আসর। গ্রীষ্মপ্রধান প্রাচ্যের দেশগুলোতে এ সময় থাকে সর্বোচ্চ তাপমাত্রা। তাই ২০২২ সালের কাতার বিশ্বকাপ পিছিয়ে নিয়ে যাওয়া হয় শীতের নভেম্বর-ডিসেম্বরে।

‎২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজিত হবে আরেকটা প্রাচ্য দেশে। ২৫তম আসরের আয়োজক স্বত্ব পেয়েছে সৌদি আরব। সৌদি আরবে জুন-জুলাইয়ে তাপমাত্রা থাকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতো। ওই সময় বিশ্বকাপ আয়োজন করা হলে নিশ্চিতভাবেই ফুটবলারদের নাভিশ্বাস অবস্থা হয়ে যাবে। অর্থাৎ জুল-জুলাইয়ে সৌদি বিশ্বকাপ আয়োজন করার সম্ভাবনা নেই বললেই চলে।

‎জুন-জুলাই উইন্ডো পরিকল্পনা থেকে বাদ দিলে আসে নভেম্বর-ডিসেম্বরের প্রসঙ্গ। ২০৩৪ সালের ওই সময় রমজান চলবে। এ কারণে টুর্নামেন্ট চলে যেতে পারে পরের বছরে, অর্থাৎ ২০২৫ সালের শুরুতে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এ বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করছে।

‎ইতালির রোমে হচ্ছে ইউরোপিয়ান ফুটবল ক্লাবগুলোর সাধারণ সভা। সেখানেই বিশ্বকাপের সময়সূচির পরিবর্তের বিষয়ে আভাস দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। শুধু ২০৩৪ বিশ্বকাপ নয়, অন্য বিশ্বকাপগুলোর সময়সূচিতেও পরিবর্তন আনার ব্যাপারে পর্যালোচনা করছে তারা। ইনফান্তিনো বলেন, ‘আমরা এরইমধ্যেই আসল বিষয়গুলোতে আছি। সবসময় আলোচনা করছি। এটা শুধু একটা বিশ্বকাপ নিয়ে নয়, এটা একটা সাধারণ প্রতিফলন। এমনকি কিছু ইউরোপীয় দেশে জুলাই মাসে খেলার জন্যও খুব গরম।’

‎ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মৌসুম শুরু হয় মধ্য-আগস্টে, শেষ হয় মধ্য-মে মাসে। চার বছর পর পর এর মাঝে অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ। ইনফান্তিনো সব ফুটবল বিশ্বকাপের সময়সূচি পরিবর্তনের আভাস দিয়েছেন। সে কারণে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের কোনো কোনো মৌসুমের সময়সূচিতেও পরিবর্তন আসতে পারে, মে’র পরিবর্তে মৌসুম শেষ হতে পারে মধ্য-জুনে। ইনফান্তিনো বলেন, ‘খেলার জন্য সেরা মাস হচ্ছে জুন। ইউরোপে এটা ব্যবহার হয় না। হয়তো সূচি নিয়ে কাজ করার সুযোগ আছে। আমরা এটা নিয়ে আলোচনা করছি। সারাংশ দাঁড় করিয়ে এরপর সিদ্ধান্ত নেব।’

মন্তব্য (০)





image

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে?

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে হারের পর এখন প্রতিটি ম্যাচই বাংলাদেশের জন্...

image

প্রতিবন্ধী তরুণদের স্বপ্নের মঞ্চে জাতীয় যুব প্যারা গেমস শুরু

নিউজ ডেস্কঃ তিনটি ইভেন্টে দুই শতাধিক শারীরিক প্রতিবন্ধী ক্রী...

image

‎৪ বছরের ব্যবধানে ১০ গুণ বেড়ে গেছে বিশ্বকাপের টিকিটের দাম

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের টিকিট মানেই যেন সোনার হরিণ। ...

image

বদলা নেওয়ার লক্ষ্য নিয়ে সেই হংকংয়ে যাচ্ছেন হামজারা

স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য একটা পয়েন্ট ধরা দিতে দিতেও দিলো না। এক মিনিট...

image

‎এক যুগ পর বিশ্বকাপে আলজেরিয়া

স্পোর্টস ডেস্ক: সোমালিয়ার বিপক্ষে জিতলেই নিশ্চিত হতো আফ্রিকা...

  • company_logo