
ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে অ্যানথ্রাক্স আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় একটি রোগাক্রান্ত গরু জবাই ও মাংস কাটাকাটির পর অন্তত ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর মাহবুর রহমান নামে এক ব্যক্তির অসুস্থ গরু জবাই করা হয়। গ্রামের কয়েকজন মাংস কাটাকাটি ও রান্নার কাজে অংশ নেন। কয়েকদিন পর বৃহস্পতিবার থেকে তাদের শরীরে ফোসকা, ক্ষত এবং মাংসে পচন ধরতে শুরু করে। বিশেষ করে হাত, নাক, মুখ ও চোখে এসব উপসর্গ স্পষ্টভাবে দেখা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউনিয়ন পরিষদের সদস্য মো. হাফিজার রহমান বলেন, গরুটি জবাইয়ের কাজে যারা ছিলেন তারা সবাই আক্রান্ত হয়েছেন। এতে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রাবেয়া ক্লিনিকের চর্ম, যৌন, অ্যালার্জি ও কুষ্ঠ রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. মঞ্জুরুল করিম (প্রিন্স) জানান, আক্রান্ত সাতজন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “অ্যানথ্রাক্স ছোঁয়াচে রোগ নয়। এটি মূলত গরুর শরীর থেকে ছড়ায়। জবাই ও রান্নার সময় যারা সংস্পর্শে এসেছেন তারাই আক্রান্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত মাংস খাওয়ার মাধ্যমে কারো আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি।”
এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও ভয়ের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা রোগ প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
নিউজ ডেস্কঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের ...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত...
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৬৩ জন হাসপাত...
নিউজ ডেস্ক : এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে দু...
নিউজ ডেস্কঃ যেসব খাবার হিমোগ্লোবিন বাড়ায় সেগুলো আমাদের চারপা...
মন্তব্য (০)