• আন্তর্জাতিক

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবের ‘শিগগিরই’ জবাব দেবে হামাস ‎

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ গাজায় প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে শিগগিরই জবাব দেবে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস।

‎বৃহস্পতিবার (২ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরা আরবিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল জানান, গাজায় ইসরাইলের যুদ্ধ থামানোর লক্ষ্যে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে তারা আলোচনা করছে। এ প্রস্তাবের বিষয়ে শিগগিরই তারা নিজেদের অবস্থান জানাবে।

‎তিনি বলেন, ফিলিস্তিনি প্রতিরোধের প্রতিনিধি হিসেবে ফিলিস্তিনের জনগণের ‘স্বার্থ রক্ষা করে’, এমনভাবে নিজেদের মতামত প্রকাশের অধিকার হামাসের আছে।

‎তিনি আরও বলেন, ‘সময় আমাদের ঘাড়ে চেপে বসা তলোয়ার-এমন যুক্তিতে আমরা পরিকল্পনাটি নিয়ে কাজ করছি না।’

‎গত সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে এক যৌথ সংবাদ সম্মেলনে ২০-দফা শান্তি প্রস্তাব প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‎প্রস্তাব অনুযায়ী, যদি হামাস যুদ্ধবিরতিতে রাজি হয়, তাহলে ৭২ ঘণ্টার মধ্যে ইসরাইলি জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে হবে, যার মাধ্যমে গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে। হামাসকে গাজার নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দিতে হবে। এরপর আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে, যার নাম হবে ‘দ্য বোর্ড অব পিস’ বা শান্তি প্রশাসন।

‎পরে মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইসরাইলি ও আরব নেতারা তার পরিকল্পনাটি গ্রহণ করেছেন এবং আমরা কেবল হামাসের জন্য অপেক্ষা করছি। জবাব দেয়ার জন্য হামাস প্রায় তিন বা চার দিন সময় পাবে।

‎যুদ্ধ বন্ধে আলোচনার সাথে পরিচিত সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার টাইমস অব ইসরাইল জানিয়েছে, আরব মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের আলোচনা শেষ হয়েছে। যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার বিষয়ে ইতিবাচক সাড়া দিতে পারে গোষ্ঠীটি। একইসঙ্গে প্রস্তাবের কিছু বিষয়ে সংশোধনী চাইবে ফিলিস্তিনি গোষ্ঠীটি।

মন্তব্য (০)





image

অন্যের ওপর দায় চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্য...

নিউজ ডেস্ক : বাংলাদেশের পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতে অস্থিরতার পেছনে জড়িত থ...

image

‘সুমুদ ফ্লোটিলা’র শেষ জাহাজ ম্যারিনেটকেও আটক করল ইসরায়েল ‎

নিউজ ডেস্কঃ ইসরায়েলি সেনাবাহিনী দ্বারা অবরুদ্ধ গাজা উপ...

image

‎গাজায় নৌবহর আটকের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যা...

নিউজ ডেস্কঃ গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য ত্রাণ বহনকারী এ...

image

‎আমদানি শুল্ক থেকে বছরে ১ ট্রিলিয়ন ডলার আয় করবে যুক্তরাষ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট...

image

‎কুয়ালালামপুরে ইসরাইলবিরোধী সমাবেশ, বৃষ্টিতেও মানুষের ঢল

নিউজ ডেস্কঃ গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন...

  • company_logo