• খেলাধুলা

রিশাদ-সাকিবে ধুঁকছে আফগানিস্তান

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ভালো শুরু পেয়েছিল আফগানিস্তান। তবে তানজিম হাসান সাকিবের তোপ আর রিশাদ হোসেনের ঘূর্ণিতে বিপাকে পড়েছে। শতরান পেরোনোর আগেই রশিদ খানের দল হারিয়ে বসেছে ৬ উইকেট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শারজাহ ১৭ ওভারে ১০৯ রান করেছে আফগানিস্তান। উইকেট হারিয়েছে ৬টি। মোহাম্মদ নবী ২০ রানে ব্যাট করছে, শরাফউদ্দিন আশরাফ আছেন ৪ রানে।

আত্মবিশ্বাসী শুরু করা আফগানিস্তানের ইনিংসে চতুর্থ ওভারে আঘাত হানেন নাসুম আহমেদ। ১৫ রানে ফেরেন ইব্রাহিম জাদরান। সেদিকুল্লাহ আটাল হন সাকিবের শিকার। মোস্তাফিজুর রহমানের করা পরের ওভারে রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ননস্ট্রাইকার এন্ডে একই প্রান্তে চলে এসেছিলেন দারউইশ রসুলি (২ বলে ০)। 

৩১ রানে ৩ উইকেট হারায় আফগানিস্তান। ছয় ওভারের পাওয়ার প্লেতে আফগানরা তুলতে পারে ৩ উইকেটে মাত্র ৩৩ রান। সপ্তম ওভারে রিশাদকে স্লগ সুইপ করতে গিয়ে শামীম পাটোয়ারীকে ক্যাচ দেন মোহাম্মদ ইসাক (৪ বলে ১)। ৪০ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান।

এরপর রহমানুল্লাহ গুরবাজ অনেক দূর টেনে দেন। ৩১ বলে ৪০ রান করে ফেরেন গুরবাজ। শেষদিকে ১৮ রান করে দলকে এগিয়ে দেন আজমতউল্লাহ ওমরজাই। ৩৩ রানে দুটি উইকেট নিয়েছেন রিশাদ। সাকিবের ঝুলিতেও এসেছে ২ উইকেট।

 

মন্তব্য (০)





  • company_logo