• লিড নিউজ
  • জাতীয়

দুর্গাপূজায় সারা দেশে থাকবে র‍্যাবের ২৮১ টহল দল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দুর্গাপূজা উপলক্ষে দেশব্যাপী বিশেষ নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে ২৮১টি টহল দল মোতায়েন করার কথা জানিয়েছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ঝুঁকি পর্যালোচনা করে দুর্গাপূজায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূজার সময় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত ব্যাটালিয়নগুলোর নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্তসংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন থাকবে।

যেকোনো সহিংসতা ও নাশকতা প্রতিরোধ এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকায় ৯৪টি টহলসহ সারা দেশে ২৮১টি টহল দল দায়িত্বে থাকবে।

ব্যাটালিয়নগুলো তাদের নির্ধারিত এলাকার পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। র‍্যাব সদর দপ্তর সার্বক্ষণিকভাবে এসব কার্যক্রম পর্যবেক্ষণ করছে। পূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা শনাক্ত হলে র‍্যাবকে অবহিত করার আহ্বান জানিয়েছে র‍্যাব।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির তথ্য অনুযায়ী, এবার ঢাকায় মোট ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গতবারের তুলনায় সাতটি বেশি। সারা দেশে মণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি, যা গতবারের তুলনায় হাজারখানেক বেশি। গত রোববার মহালয়ার মাধ্যমে এবারের দুর্গোৎসবের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। হিন্দু আচার অনুযায়ী, মহালয়া, বোধন ও সন্ধিপূজা—এই তিন পর্ব মিলে দুর্গোৎসব উদ্‌যাপিত হয়।

পঞ্জিকা অনুযায়ী, মহালয়ার সপ্তম দিন অর্থাৎ ২৮ সেপ্টেম্বর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে পাঁচ দিনের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১ অক্টোবর নবমী ও ২ অক্টোবর দশমীর সন্ধ্যায় বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব সমাপ্ত হবে।

মন্তব্য (০)





image

বাংলাদেশ ও ইরাকের মধ্যে শক্তিশালী সহযোগিতা নিয়ে আলোচনা

নিউজ ডেস্ক : বাংলাদেশ ও ইরাক জনশক্তি, বাণিজ্য এবং যোগাযোগসহ গুরুত্বপূর্ণ...

image

যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হলো সোহেল তাজকে

নিউজ ডেস্ক : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাও...

image

প্রতিরক্ষা সচিবের ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল আইএ...

নিউজ ডেস্ক : প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনের ছবি ও দাপ্ত...

image

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির দাবি ‘ভিত্...

নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতিসংঘ সাধা...

image

বিদেশে থাকলেও বাংলাদেশে এসেই হজে যেতে হবে

নিউজ ডেস্ক : অন্যান্য দেশে বসবাসরত বাংলাদেশিদ...

  • company_logo