• লিড নিউজ
  • জাতীয়

ময়লার ভাগাড়ে ৫ বস্তা এনআইডি, ডিসিকে যে নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জে ময়লার ভাগাড় থেকে পাচঁ বস্তা ভর্তি এনআইডি কার্ড পাওয়ার বিষয়ে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয় তা জানাতে জেলা প্রশাসককে (ডিসি) নিদের্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।  

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আইনশৃংখলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন। 

রোববার রাতে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ময়লার ভাগাড় থেকে পাঁচ বস্তা জাতীয় পরিচয়পত্র, বিপুল সংখ্যক পোলিং অফিসারের কার্ড ও সিলমোহর উদ্ধার করেছে পুলিশ। 

জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন বলেছেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে ব্যবস্থা নিবেন। এ ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে নারায়ণগঞ্জের ফতুল্লার ময়লার সঙ্গে পরিত্যক্ত অবস্থায় পাওয়া পাঁচ বস্তা এনআইডি কার্ড এবং বিপুল সংখ্যক পোলিং অফিসারের কার্ড ও সিলমোহর উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফতুল্লা স্টেডিয়াম এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। এসব এনআইডি কার্ড এবং পোলিং অফিসারদের কার্ড ও সিল সবই গাজীপুর সদর এলাকার বলে জানান জেলা নির্বাচন অফিসার। 

উদ্ধার করা এনআইডি কার্ড ও সরঞ্জামাদি নারায়ণগঞ্জের নির্বাচন কমিশনের অফিসে রয়েছে। 

প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যার দিকে একটি সাদা গাড়িতে করে কয়েকজন এসে স্টেডিয়ামের সামনে ময়লার ভাগাড়ে কয়েকটি বস্তা ফেলে যান। 

এ সময় স্থানীয়রা এগিয়ে এলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। প্রথমে ময়লার বস্তা ভাবা হলেও পরিষ্কার বস্তা দেখে তাদের সন্দেহ হলে বস্তাগুলো খুলতেই বেরিয়ে আসে এনআইডি কার্ড ও নির্বাচনি কর্মকর্তাদের সিলসহ নানা গুরুত্বপূর্ণ সামগ্রী। 

মোবাইল ফোনে জানতে পেরে নির্বাচন অফিসারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে এগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাচন অফিসার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, খবর পেয়ে সদর উপজেলা নির্বাচন অফিসারকে পুলিশসহ ঘটনাস্থলে পাঠিয়ে এসব উদ্ধার করে হেফাজতে রাখা হয়। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ পেলে পরবর্তী ব্যবস্থা নিবেন বলে জানান এ কর্মকর্তা।

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শহরে পূজামন্ডপ পরদর্শন করে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।  

পরিত্যক্ত অবস্থায় পাওয়া এনআইডি কার্ড ও পোলিং অফিসারের কার্ডসহ সিলমোহর নিয়ে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয় তা জানাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

মন্তব্য (০)





image

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে ব্যাপক প্রস্তুতি ন...

নিউজ ডেস্ক :  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ...

image

টঙ্গীতে গুদামে আগুন ফায়ার সার্ভিসের ৫ কর্মী দগ্ধ, তিনজন ...

নিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে পরিত্যক্ত রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ড ঘটেছ...

image

সোশ্যাল বিজনেস ইয়ুথ অ্যান্ড টেকনোলজি অনুষ্ঠানে যা বললেন প...

নিউজ ডেস্ক :  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ...

image

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত :...

নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ...

image

সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বে...

  • company_logo