• বিনোদন

বয়সের ভারে যেন ক্লান্ত ভাইজান!

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : সামনে দুই অকুতোভয় যোদ্ধা, শাহরুখ খান ও আমির খান। পাঁচ বছর পর পর্দায় ফিরে দুজনেই তাক লাগিয়ে দিয়েছেন। তাদের সঙ্গে পাল্লা দেওয়া চাট্টিখানি কথা নয়। অথচ সেটি দিতে গিয়েই বেজায় হাঁপিয়ে উঠেছেন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। গত অর্ধযুগ ধরে নিয়মিত চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। শাহরুখ, আমিররা দীর্ঘ বিরতির পর ফিরেই বাজিমাত করেছেন। সেই অর্থে সালমান তাদের দিকে কেবলই ‘হাঁ’ করে তাকিয়ে থাকা দর্শক ছাড়া যেন আর কিছুই নন! বছর তিনেক আগে ‘টাইগার’ সিরিজের তৃতীয় ফ্র্যাঞ্চাইজি দিয়ে আলোর মুখ দেখা শুরু করেছিলেন, কিন্তু সর্বশেষ ‘সিকান্দার’ সেই আলো নিভিয়ে দেয়। ২০০ কোটি বাজেটের এ সিনেমাটি মাত্র ১৮৩ কোটি রুপি ঘরে তুলতে সক্ষম হয়েছিল, যেখানে শাহরুখ হাজার কোটি ছাড়া কথাই বলছেন না! তাই সালমান এবার তাকিয়ে আছেন নতুন প্রজেক্ট ‘ব্যাটল অফ গালওয়ান’-এর দিকে।

কিন্তু এখানেও বিপত্তি। মনে হচ্ছে বয়সের ভারে কাহিল ভাইজান! কিন্তু কতইবা বয়স হলো? এই তো, ষাট ছুঁই ছুঁই! এই বয়সে তো শাহরুখ, আমিররা দাপিয়ে বেড়াচ্ছেন! শাহরুখের দিকে তাকালে মনে হয়, কেবলই শুরু করলেন! আর সালমান? না, তিনি আসলেই হাঁপিয়ে উঠেছেন। আর সেটারই প্রতিফলন ঘটেছে ‘ব্যাটল অফ গালওয়ান’-এর সেটে।

দিনকয়েক আগে সালমান ভারতের লাদাখে ‘ব্যাটল অফ গালওয়ান’-এর প্রথম শিডিউলের কাজ শেষ করেছেন। ইতোমধ্যেই মুম্বাই ফিরেও এসেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের খবর, এ সিনেমার শুটিং চলাকালীন ভাইজান আহত হয়েছেন। ঠিক এ কারণে দ্বিতীয় লটের শুটিং করার আগে কিছুদিন বিশ্রাম নেবেন। অথচ লাদাখ থেকে ফিরেই মুম্বাইতে শুটিং শুরুর কথা ছিল। কিন্তু সেটি এখন আর হচ্ছে না। কারণ, মুম্বাইয়ের বেশিরভাগ দৃশ্য অ্যাকশনের। তাই সালমানের বিশ্রামের প্রয়োজন, নাহলে অ্যাকশন দৃশ্যের শুটিং তিনি করতে পারবেন না। জানা গেছে, অভিনেতার চোটের কারণে শুটিং আপতত পিছিয়ে দেওয়া হয়েছে। বোঝাই যাচ্ছে, বয়সের ভারে ক্লান্ত ভাইজান। কিন্তু কী হয়েছিল লাদাখে, যে কারণে সালমানকে নিয়মিত শুটিং ফেলে বিশ্রামে যেতে হয়েছে?

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, লাদাখে ১০ ডিগ্রির কম তাপমাত্রায় গালওয়ানের যুদ্ধের শুটিং করেছিলেন সালমান ও তার টিম। এর মধ্যেই আঘাত পান। সেখানকার প্রতিকূল পরিবেশ, কম অক্সিজেন এবং খারাপ আবহাওয়ার মধ্যেই আঘাত নিয়ে শুটিং করেন সালমান। এ কারণে তার শরীর বেশি খারাপ হয়ে যায়। ফলে মুম্বাই ফিরে তার বিশ্রাম নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। অবশ্য লাদাখে ৪৫ দিন শুটিংয়ের মধ্যে ১৫ দিন উপস্থিত ছিলেন সালমান। অভিনেতা বেশ পরিশ্রমও করছিলেন এ সিনেমার জন্য।

‘সিকান্দার’ থেকে বাজে ফিডব্যাক পাওয়ার পর নিজের ফিটনেস নিয়েও কাজ করেছেন। তবুও মুক্তি মেলেনি। বিশ্রামে তাকে যেতেই হয়েছে। এদিকে ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’ সালমানের ক্যারিয়ারে সবচেয়ে বড় প্রজেক্ট হতে চলেছেন বলে সংশ্লিষ্টরা বলছেন। অপূর্ব লাখিয়া পরিচালিত এ সিনেমাটি ২০২০ সালে ভারত-চীন সীমান্তে ঘটা গালওয়ান সংর্ঘষের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে। এটি শেষ করার পর সালমান ‘কিক-২’র কাজ শুরু করবেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

 

মন্তব্য (০)





  • company_logo