
ছবিঃ সিএনআই
বিনোদন প্রতিবেদকঃ মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার মেয়ে আলফী আলমগীর আকসা। গত ১৩ নভেম্বর রাজধানীর একটি হোটেলে এ আয়োজনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। আগামী নভেম্বরে ফিলিপাইনের ম্যানিলা’তে অনুষ্ঠিতব্য ‘ওম্যান অব দ্য ওয়ার্ল্ড’র চুড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।
রাজাধানীর হোটেল লা মেরিডিয়ান বলরুমে সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’ এর জমকালো আসর। ১৩ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত এ আয়োজনে গ্র্যান্ড গালা প্রোগ্রামে উইনার, রানার্স আপ এবং ব্র্যান্ড এম্বাসেডরদের বিশেষ সম্মাননা দেয় হয়। বিশেষ জমকালো এ আয়োজনে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, চলচ্চিত্র পরিচালক সাকিব সনেট, এলিগ্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তার ও সিইও ইকবাল হোসেন।
আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছেন আলফি আলমগীর আকশা, প্রথম রানার্স আপ হয়েছেন আদ্রিজা আফরিন সিনথিয়া ও দ্বিতীয় রানার্স আপ হয়েছেন তানজিনা নিলয়।
ব্র্যান্ড এম্বাসেডর হয়েছেন তমা রশিদ ও তানিশা আক্তার শিলা। অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী কুসুম শিকদার ও রুনা খান প্রমুখ।
বিচারক প্যানেলে ছিলেন মো. ইকবাল হোসেন (সিইও মিস এন্ড মিসেস এলিগেন্স ) মলি আক্তার ব্যবস্থাপনা পরিচালক মিস এন্ড মিসেস এলিগেন্স, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, অপু বিশ্বাস,ইভান শাহরিয়ার সোহাগ, রয়া চৌধুরী প্রমুখ।
রাজধানীর আইইউবি’তে আইন বিষয়ে অনার্সে অধ্যয়নরত আকসা বুলবুল ললিতকলা একাডেমিতে নাচের প্রশিক্ষণ নিয়েছেন। হয়েছেন বিজ্ঞাপনের মডেল। আকসা বলেন, ‘অবশ্য ভবিষ্যতে অভিনয় নিয়ে কাজ করার ইচ্ছা আছে। সে লক্ষ্যেই নিজেকে প্রস্তুত করছি। যেহেতু আমি আইন বিষয়ে পড়াশুনা করছি, তাই ইচ্ছে আছে সমাজের বিধবা নারী ও অনাথ বাচ্চাদের জন্য কিছু করার। যেন তারা তাদের প্রাপ্য পাওনা থেকে কোনোভাবেই বঞ্চিত না হয়। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। সবার কাছে দোয়া চাই যেন বাংলাদেশের হয়ে ম্যানিলাতে ওম্যান অব দ্য ওয়ার্ল্ড-এ স্থান করে নিতে পারি।’
উল্লেখ্য, আসবা এরইমধ্যে আরশ খানের বিপরীতে একটি নাটকে অভিনয় করেছেন, যা শিগগিরই প্রচারে আসবে।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের অভিনেত্রী স্বস্তিকা দত্ত তিলে তি...
বিনোদন ডেস্ক : নব্বই দশকের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্র...
বিনোদন ডেস্ক: একসময়কার জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা তামিম মৃধা...
বিনোদন ডেস্ক : ডিজিটাল যুগে এ মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় এআই। আ...
বিনোদন প্রতিবেদকঃ বাসর ঘরে বিড়াল মারা নামক প্রবাদ শুনে অভ্যস...
মন্তব্য (০)