• খেলাধুলা

হ্যান্ডশেক বিতর্কের ‘হোতা’ আর থাকছেন না পাকিস্তানের ম্যাচে

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের হ্যান্ডশেক বিতর্ক ডালপালা মেলেছে বেশ। পাকিস্তান তো রীতিমতো ম্যাচ বয়কটের হুমকিই দিয়ে বসেছিল! তবে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিসিবি। দলটা আজ সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে। 

বিতর্কের সূত্রপাত হয় রোববারের ভারত-পাকিস্তান ম্যাচে। নিয়ম অনুযায়ী ম্যাচের আগে ও পরে দুই দলের খেলোয়াড়রা হাত মেলান। কিন্তু এবার তা হয়নি। ম্যাচ শেষে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও শিভম দুবে নিজেদের সতীর্থদের অভিনন্দন জানালেও পাকিস্তানি খেলোয়াড়দের এড়িয়ে যান। 

জবাবে পাকিস্তান দলও কেবল নিজেদের মধ্যে হাত মেলিয়ে মাঠ ছাড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে গড়ায় যে, ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চেও যাননি পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা।

পাকিস্তান এমন পরিস্থিতির জন্য দায়ী করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে। সালমান আলী আগাকে নাকি তিনিই মানা করেছিলেন যেন সূর্যকুমারের সঙ্গে হাত না মেলান। এরপর পাকিস্তান জানায় তাকে না সরালে ম্যাচ খেলবে না তারা। 

পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপার জানাচ্ছে, সেই পাইক্রফটকে সরিয়ে দেওয়া হয়েছে আইসিসির পক্ষ থেকে। সামা টিভি জানায় তাকে বাদ দেওয়ার কারণ। আইসিসির পক্ষ থেকে তদন্তে দেখা যায় ম্যাচ শুরুর আগে মাইক্রোফোনের সুইচ অফ করে সালমানকে কিছু একটা পরামর্শ দিয়েছিলেন পাইক্রফট। আইসিসির নিয়মানুসারে ম্যাচ রেফারি এমন কোনো অনুরোধ বা পরামর্শ দিতে পারেন না ম্যাচে। সে কারণেই এবার তাকে সরিয়ে দিয়েছে আইসিসি। 

এর আগে পিসিবি হুমকি দিয়েছিল ম্যাচ বয়কটের। যদিও দল অনুশীলনে ফিরে এসেছে। আইসিসি একাডেমিতে প্রস্তুতি নিয়েছে ম্যাচের। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। পিসিবির মুখপাত্র আমির মির মঙ্গলবার বলেন, ‘এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে। পাকিস্তানের স্বার্থকে প্রাধান্য দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।’

পরিস্থিতিটি নিয়ে পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি এখন বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করছেন। এরপরই পাকিস্তানের ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত হবে।

মন্তব্য (০)





  • company_logo