• লাইফস্টাইল

খেজুর ও ডুমুর কোনটি ওজন-ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেশি কার্যকরী

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : খেজুর ও শুকনো ডুমুর স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। বিশেষ করে শরীরের মেদ কমাতে এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে উভয় কাজ করে থাকে। 

পেট ভরানোর জন্য হালকা খাবার হিসেবে শুকনো ফল চর্চিত। এর মধ্যে অন্যতম হচ্ছে— খেজুর ও ডুমুর। উভয়েই পুষ্টিগুণে ভরপুর। দেহের শর্করা ছাড়াও ফাইবারের চাহিদা পূরণে খেজুর ও শুকনো ডুমুর উপকারী। 

খেজুর বনাম ডুমুর কোনটির উপকার বেশি, তা জেনে নিন—

খেজুরে প্রচুর পরিমাণে শর্করা থাকে। সে কারণে আপনার শরীরে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে চিনির বিকল্প হিসেবে খেজুর অত্যন্ত উপকারী। 

অন্যদিকে ডুমুরের স্বাদ একটু কষাটে।। কিন্তু খেজুরের তুলনায় ডুমুরের মধ্যে ফাইবারের পরিমাণ বেশি থাকে। দুটি ফলের মধ্যেই একাধিক গুণ রয়েছে। তবে তাদের স্বাদ ফাইবারের উপস্থিতির ওপর নির্ভর করে ব্যবহার করা হয়।

এ ছাড়া খেজুর খেতে মিষ্টি, তাই তার গ্লাইসেমিক ইনডেস্কও বেশি হয়ে থাকে। আর সে কারণে দ্রুত তা রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে থাকে। 

অন্যদিকে ডুমুরের গ্লাইসেমিক ইনডেস্ক কম। তাই খুব ধীরে ধীরে হজম হয় এবং রক্তে শর্করার ওপরেও খুব একটা প্রভাব ফেলে না।

আবার ওজন নিয়ন্ত্রণে কার কেমন ভূমিকা কেমন দেখুন— ১০০ গ্রাম খেজুরের মধ্যে রয়েছে প্রায় ২৮০ থেকে ৩০০ কিলো ক্যালোরি। 

অন্যদিকে সমপরিমাণ ডুমুরের মধ্যে ক্যালোরির পরিমাণ থাকে ৭০ থেকে ৭৫। সে কারণে ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে খেজুরের তুলনায় ডুমুর বেশি কার্যকরী। 

আর খেজুরের তুলনায় ডুমুরের মধ্যে ফাইবারের পরিমাণ বেশি থাকে, তাই পেটও বেশিক্ষণ ভর্তি থাকে। আর হজমশক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে রক্তে শর্করা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও খেজুরের তুলনায় ডুমুর বেশি উপকারী। 

 

মন্তব্য (০)





image

চিয়া বীজ কিভাবে খাচ্ছেন?

নিউজ ডেস্ক : চিয়া বীজ শরীরে একাধিক উপকার করে থাকে। এটা অনেকেই নিয়মিত খেয়...

image

কোন মধু স্বাস্থ্যের জন্য উপকারী, খাঁটি মধু চেনার উপায়

নিউজ ডেস্ক : মধুর একাধিক গুণাগুণ রয়েছে। আর মধু সাধারণত দুই ধরনের বাজারে ...

image

রোদের ক্ষতি থেকে ত্বক বাঁচাতে সানস্ক্রিন

নিউজ ডেস্ক : গ্রীষ্ম-বর্ষা পেরিয়ে শরৎ চলে এলেও রোদের তীব্রতার কমতি নেই। ...

image

যেভাবে খেলে হার্ট ভালো রাখবে ইলিশ

নিউজ ডেস্ক : বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। এটি একটি সামুদ্রিক মাছ, যা ডিম প...

image

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

নিউজ ডেস্ক : গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মা...

  • company_logo