• সমগ্র বাংলা

খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন: সফল মৎস্যচাষিদের সম্মাননা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

খুলনা প্রতিনিধিঃ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে খুলনায়।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত। তিনি বলেন, “আমাদের শারীরিক ও মানসিক বিকাশে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশে মাছের উৎপাদন বৃদ্ধির ফলে মৎস্যজীবী ও মৎস্যচাষিদের আয় বৃদ্ধি পেয়েছে। দক্ষিণাঞ্চলের পতিত জমি মাছ চাষের আওতায় আনা গেলে উৎপাদন আরও বাড়বে এবং চাহিদা পূরণ হবে।” তিনি আরও উল্লেখ করেন, পরিকল্পিত মাছচাষ মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখছে এবং জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো: বদরুজ্জামান।

এ সময় খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, চিংড়িচাষি মোঃ আবু হাসান সরদারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, ব্যবসায়ী সমিতির প্রতিনিধি ও মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার ছয়জন সফল মৎস্যচাষি, উদ্যোক্তা, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এর আগে সকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত নগরীর শহিদ হাদিস পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে বর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দেন তিনি। শোভাযাত্রাটি শহিদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম চকলেটে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিষ...

image

চাটমোহরে গৃহবধূ জাহানারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্ত...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের উ...

image

শ্রীপুরে ট্রেনের নিচে ঝাপ দিয়ে হাফেজের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রী...

image

গোপালপুরে বিএনপি নেতা মান্নানের ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

নারায়ণগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় মেলায় ঘুরতে নিয়ে...

  • company_logo