
ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে 'মুক্তিযুদ্ধের চেতনায় বীর বাঙ্গালী এক হও' এই স্লোগানকে ধারন করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৯ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে সিপিবি উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও উপজেলার নেতৃবৃন্দ ৯ম সম্মেলন করেন। সম্মেলনকে কেন্দ্র করে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমবেত হয় এবং সমাবেশ করে।
এসময় ক্ষেতমজুর নেতা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সিপিবি'র উপজেলা কমিটির সভাপতি ফেরদৌস কবীর রানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সিপিবি'র সংগঠক এবং রংপুর বিভাগীয় সমন্বয়ক অ্যাড. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুব্রত রায়, জেলা কমিটির সভাপতি উপেন্দ্রনাথ সরকার, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রাজু, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. প্রদীপ কুমার রায়, শুভেচ্ছা বক্তব্য রাখেন কমরেড দেলোয়ার হোসেন, বাসদের সমন্বয়ক সাঈদ আক্তার আমীন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশের মানুষ নতুন করে স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিলো, কিন্তু একটি অপশক্তি তা ভূলন্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করার চেষ্টা করছে, কোনোভাবেই এই ইতিহাসের স্খলন হতে দেয়া হবে না। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বজিত সিং বাপ্পা, ফয়েস উদ্দিনসহ উপজেলার বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ প্র...
পাবনা প্রতিনিধিঃ ফ্যাসিস্ট আওয়ামীলীগ ১৭ বছর আমাকে ঘরে থাকতে ...
নিউজ ডেস্ক : বাংলাদেশে এখন অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মত পরিবেশ...
নিউজ ডেস্ক : নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠলে পুরো সংসদীয় আসনের ভোট বাতিল ক...
নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্র...
মন্তব্য (০)