
ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সাহসী, সংবেদনশীল ও চরিত্রনির্ভর অভিনয়ের জন্য বরাবরই আলাদা জায়গা করে নিয়েছেন। তিন দশকেরও বেশি সময় ধরে পর্দায় একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। সদ্য মুক্তিপ্রাপ্ত তার নতুন সিনেমা ‘গুড বাই মাউন্টেন’ সেই ধারারই আরেক সংযোজন।
পরিচালক ইন্দ্রাশিস আচার্যের এ সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এ নতুন জুটি রীতিমতো চমক দিয়েছেন সিনেমাপ্রেমী দর্শকদের। প্রেমের পরিণত আবহে গড়ে ওঠা কাহিনিতে তাদের রসায়ন যেন অন্য মাত্রা যোগ করেছে। ঋতুপর্ণার ‘গুড বাই মাউন্টেন’ বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূল বিধায়ক-অভিনেতা মদন মিত্র।
অভিনেত্রী ঋতুপর্ণার প্রশংসায় পঞ্চমুখ মদন মিত্র বলেন, ঋতুপর্ণা এক এবং অদ্বিতীয়। ও যে কোনো সিনেমা একাই কাঁধে টেনে নিয়ে যেতে পারেন। ওর সঙ্গে এই সিনেমায় অভিনয় করাও আমার সৌভাগ্য।
এ সময় ঋতুপর্ণার পরনে ছিল আজরাখ কাজের সালোয়ার স্যুট, সঙ্গে নান্দনিক গহনা। আর মদনের পোশাকে ছিল সাদামাটা অথচ আভিজাত্য— সাদা পাঞ্জাবি ও পাজামা।
সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রীর আরেকটি সিনেমা ‘ম্যাডাম সেনগুপ্ত’, যা ঘিরেও সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। এবার আগস্টে মুক্তি পাবে ‘বেলা’, একটি নারীকেন্দ্রিক শক্তির কাহিনি।
অভিনেত্রী নিজের কাজ সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন, নতুন পরিচালক-প্রযোজকদের সঙ্গে কাজ করতে সবসময় প্রস্তুত আমি। প্রত্যেকটি সিনেমার স্বাদ আলাদা। ‘গুড বাই মাউন্টেন’-এ যেমন পরিণত প্রেম রয়েছে, ‘বেলা’ তেমন নারীশক্তির জয়গান।
ঋতুপর্ণা এ মুহূর্তে বাংলার নারীপ্রধান সিনেমাগুলোর অন্যতম মুখ হয়ে উঠেছেন। তার সৃজনশীলতা ও ধারাবাহিকতা আবারও প্রমাণ করলেন এখনো তিনি বাংলা সিনেমার অন্যতম উজ্জ্বল নক্ষত্র।
বিনোদন ডেস্ক : হিন্দি সিনেমার দাপটে কোণঠাসা পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি। বি...
বিনোদন ডেস্ক : গত ২১ জুলাইয়ের শহীদ মঞ্চে উপস্থিত থেকেই জল্পনার শুরু। টাল...
বিনোদন ডেস্ক : ‘দ্য ওয়াকিং ডেড’ খ্যাত মার্কিন অভিনেত্রী কেল...
বিনোদন ডেস্কঃ ঢালিউড অভিনেত্রী পরীমনি সামাজিক মাধ্যমে প...
বিনোদন ডেস্ক : দীর্ঘ প্রায় এক দশক পর ফের এক মঞ্চে দেখা গেল টালিউডের জনপ্...
মন্তব্য (০)