• বিনোদন

ভিন্নরকম জন্মদিন পালন করে যা বললেন ভাবনা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : সেলিব্রেটিদের জীবনে জন্মদিন মানে উদযাপন, কেক-কাটার আয়োজন কিংবা কাছের মানুষদের নিয়ে জমজমাট পার্টি। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিন কাটলো একেবারে ভিন্নরকম। নির্জন, নিরহংকার ও আবেগঘন পরিবেশে।

নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, জন্মদিন মানেই মৃত্যুর দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়া। আমার এবারের জন্মদিনটা কাটলো খুবই মায়াময় মানুষদের সঙ্গে। কোনো অনুষ্ঠান বা আয়োজন নয়। আমার ভালোবাসার মানুষেরা এভাবেই আমাকে আগলে রাখে, তাদের আশীর্বাদে আমি অনেক কৃতজ্ঞ।

নিজের অনুভূতি প্রকাশ করে ভাবনা লেখেন, সব অনুভূতি লিখবো না, কারণ লিখে ফেললেই তো শেষ হয়ে গেল। এই ভালোবাসা থাকুক আমার মনের গহীনে। যারা আমাকে ভালোবাসে, আমার কাছে আছো—তোমরাই তো আমার সব। তোমাদের পাশে রেখো এভাবেই প্লিজ।

জন্মদিনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ভাবনা। স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, সারাদিন ফেসবুকে আমার কলিগ, শুভাকাঙ্ক্ষী, ভক্তরা খুব সুন্দর সুন্দর কথা লিখে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। সাংবাদিকরা আমাকে নিয়ে মিষ্টি মিষ্টি নিউজ করেছেন। সবার ভালোবাসা আমি মাথায় তুলে রাখলাম। অনেক কৃতজ্ঞতা।

এদিকে জন্মদিন শুধু প্রিয়জনদের সঙ্গে নয়, সকালটা কাটিয়েছেন শিশুদের সঙ্গে। আর এ অভিজ্ঞতা ছিল মধুর এবং স্মৃতিময়। অভিনেত্রীর ভাষায়, শিশুদের কল্পনা ও স্বপ্নের জগৎ এত সরল, এই সরলতাকে আমরা হারিয়ে ফেলি বড় হতে গিয়ে। আমাদের বড় হতে ভালো লাগে না, তাই শিশুদের কাছেই আমি আনন্দ পাই। আমাকে শিশুরা প্রাণভরে ভালোবাসে। ওদের সঙ্গে আজকের সকালটা কী যে মধুর।

ভাবনার এ আয়োজনে সহযোগিতা করেছে ‘ছায়াতল বাংলাদেশ’ নামে একটি সংগঠন। প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভাবনা বলেন, ছায়াতল বাংলাদেশকে অনেক ধন্যবাদ, আমার জন্মদিনকে আনন্দে ভরে দেওয়ার জন্য। এক জীবনে আল্লাহ মালিকের কাছে আমি কৃতজ্ঞ, আমাকে এত আদর দেওয়ার জন্যে।

দিনভর, সাদামাটা কিন্তু মমতায় ভরপুর এক জন্মদিনের গল্প—যা প্রমাণ করে, ভালোবাসার চেয়ে বড় আয়োজন আর কিছুই হতে পারে না।

 

মন্তব্য (০)





image

ইডির সমন পেলেন অঙ্কুশ, কোন মামলায় জড়ালেন অভিনেতা?

বিনোদন ডেস্ক : আইনি জটিলতায় পড়েছেন টালিউড অভিনেতা ও প্রযোজক অঙ্কুশ হাজরা...

image

অভিনেত্রী ঋতুপর্ণা যখন ‘কবি’

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলা চলচ্চিত্র জগতে এ...

image

নিজের কঠিন সময়ের স্মৃতি শেয়ার করলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন ধরে...

image

বাবা হওয়ার পর কতটা বদলে গেছেন সিদ্ধার্থ?

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা ...

image

আবারও প্রেমে পড়েছেন পরীমনি, প্রেমিক কে?

নিউজ ডেস্ক : ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি ফের নতুন করে প্রেমের গুঞ্জনে ...

  • company_logo