
ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুর বিভিন্ন সময় চুরি ও হওয়া হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে স্ব স্ব মালিকের হাতে ফিরিয়ে দিয়েছে জামালপুর সদর থানা পুলিশ।
রবিবার (৩ আগস্ট) সকাল ১১টায় জামালপুর সদর থানার সভা কক্ষে অনুষ্ঠিত উদ্ধারকৃত মোবাইল ফোন বিতরণ অনুষ্ঠানে ৪৪টি সেট স্ব স্ব মালিকের হাতে জিডি মূলে হস্তান্তর করা হয়।
উদ্ধারকৃত মোবাইল ফোন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন। সভাপতিত্ব করেন জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মকবুল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, বিট পুলিশ অফিসার এএসআই আবুল মনসুর।
জানা যায়, এএসআই আবুল মনসুরের নেতৃত্বে দীর্ঘ একমাস অক্লান্ত পরিশ্রমের পর দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।
হারিয়ে যাওয়া সখের মোবাইল ফোন ফেরত পেয়ে উপস্থিত মুঠোফোন মালিকরা আনন্দে আপ্লুত হয়ে উঠেন। পুলিশের প্রতি সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, পুলিশ সবসময় নাগরিকদের কল্যাণে কাজ করে। তবে পুলিশের ভালো কাজের প্রশংসা কমই হয়। পুলিশ তার দায়িত্ব নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে কখনো কার্পন্য করে না। পুলিশকে সহায়তা করার জন্য সবার প্রতি তিনি আহ্বান জানান।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে চেক ডিজ-অনার মামলায় উপজেলা ছা...
মাগুরা প্রতিনিধি : আগামীর যুক্তিবাদী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে মাগুরায় প্রথম...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে তাল কুড়াতে গিয়ে নিখোঁজে...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুরে ইয়াবাসহ এক মাদক ক...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সবাইকে ছেড়ে...
মন্তব্য (০)