
ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে যোগদানের পর থেকে জেলা প্রশাসক নুসরাত সুলতানা জেলার ৯টি উপজেলা এবং বিভিন্ন দুর্গম চরাঞ্চল পরিদর্শন করেছেন। বিশেষ করে চরের পুষ্টিহীন শিশু ও নারীদের মানবেতর জীবনযাত্রা দেখে তিনি প্রতিশ্রুতি দেন, “আমি যতদিন কুড়িগ্রামে থাকব, এই অবহেলিত শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন এবং নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করব।”
এই প্রতিশ্রুতির অংশ হিসেবেই কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলের অসহায় ও দরিদ্র উদ্যোক্তা নারীদের জন্য সেলাই ও হস্তশিল্পবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এতে সদর উপজেলার যাত্রাপুর ও ঘোগাদহ ইউনিয়নের ৪১ জন নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।
বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদের অর্থায়নে যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খানপাড়া উচ্চ বিদ্যালয় কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
জেলা প্রশাসক বলেন, “চরের নারীদের জীবনমান উন্নয়নে সরকার, এনজিও এবং দাতা সংস্থাগুলোর সমন্বয়ে আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। নারীদেরও উচিত প্রশিক্ষণ গ্রহণ করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সচেষ্ট হওয়া। আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত।”
তিনি এনজিও এবং দাতা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা এসব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কার্যকর ভূমিকা রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা সৈফুর রহমান মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আজগার আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন মিয়া, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর এবং প্যানেল চেয়ারম্যান রহিমুদ্দিন হায়দার রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে চেক ডিজ-অনার মামলায় উপজেলা ছা...
মাগুরা প্রতিনিধি : আগামীর যুক্তিবাদী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে মাগুরায় প্রথম...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে তাল কুড়াতে গিয়ে নিখোঁজে...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুরে ইয়াবাসহ এক মাদক ক...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সবাইকে ছেড়ে...
মন্তব্য (০)