ছবিঃ সংগৃহীত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বাবার মৃত্যুর খবর শুনার দুইঘন্টা পর হৃদযন্ত্রের ক্রিয়া ( হার্ট অ্যাটাক) বন্ধ হয়ে ছেলের মৃত্যু হয়েছে। বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার(৩ আগস্ট) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে।
নিহত মো. হাসমত আলী (৮৫) উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের প্রয়াত মফিজ উদ্দিনের ছেলে ও নিহত হাসমত আলীর ছেলে মো. বাবুল মিয়া (৫০)। নিহত বাবা শ্রীপুর সাবরেজিস্টার অফিসে এবং ছেলে টংগী সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখক ছিলেন।
স্থানীয় বাসিন্দা মো. রমিজ উদ্দিন জানান, নিহত হাসমত আলী দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছিলো তার । আজ সকালের দিকে তিনি মারা যান। বিষয়টি নিহতের ছেলে বাবুলকে জানায় তার স্বজনরা। জানানোর সঙ্গে সঙ্গে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। সাথে সাথে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা তুহিন বলেন, এমন মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবার মৃত্যুর খবর শুনার দু'ঘন্টা পর ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই কষ্টের এবং বেদনার।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবার মৃত্যুর খবর শুনার দু'ঘন্টা পর ছেলের মৃত্যু হয়েছে। পাশাপাশি দুটি কবর খুঁড়া হচ্ছে। জানাজা নামাজ একই সময়ে অনুষ্ঠিত হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, বিষয়টি এখন পর্যন্ত কেউ অবহিত করেনি। খোঁজ নেওয়া হচ্ছে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ আজ ৯ই ...
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির ঘোষিত প্...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে আজ সোমবার (৮ ডিসেম্বর) পালিত হ...
বগুড়া প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী ব...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে গ্রামীণ নিরাপত্তা ব্যবস্থায় নতুন...

মন্তব্য (০)