
প্রতীকী ছবি
নিউজ ডেস্ক : স্বাস্থ্য ভালো রাখতে সুস্থ অন্ত্র গুরুত্বপূর্ণ। হজম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে মনমেজাজ, বিপাক সবই অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকার সঙ্গে সম্পর্কিত। পুষ্টিকর খাবারের পাশাপাশি রান্নাঘরের কিছু মসলাও অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। যেমন-
হলুদ
হলুদ অন্ত্রের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এতে থাকা কারকিউমিন উপাদানে শক্তিশালী প্রদাহ-বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাব রয়েছে। গোল মরিচের সাথে মিশিয়ে খেলে এটি শরীরকে শোষণ করতে সাহায্য করে। হলুদ মাইক্রোবিয়াল ভারসাম্য বজায় রাখে। সেই সাথে ইরিটেবল বাওয়েল সিনড্রোম এবং ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ এর মতো সমস্যা কমাতে সাহায্য করে।
আদা
আদা বমি বমি ভাব কমায়, হজমশক্তি বাড়ায়। এর পাশাপাশি প্রদাহ কমায়। পেট ভালো রাখতে নিয়মিত আদা চা খেতে পারেন।
মৌরি
মৌরিতে অ্যান্টিস্পাসমোডিক এবং কার্মিনেটিভ বৈশিষ্ট্য রয়েছে। মৌরি অন্ত্রের পেশি শিথিল করতে সাহায্য করে, পেট ফোলাভাব, গ্যাস কমায়। সেই সঙ্গে হজমে সহায়তা করে। খাবারের পরে মৌরি বীজ চিবিয়ে খেতে পারেন। চাইলে চা হিসেবেও খেতে পারেন।
জিরা
জিরা হজমে সহায়তা করে। এটি পেটের ফোলাভাব দূর করে। নিয়মিত খেলে পুষ্টির শোষণ উন্নত করে। শুধু তাই নয়, এটি আয়রনের একটি ভালো উৎস।
ধনিয়া
ধনিয়ার বীজ এবং পাতা হজমে সাহায্য করে, প্রদাহ কমায় এবং লিভার এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে।
জোয়ান
আয়ুর্বেদে জোয়ান গ্যাস এবং পেট ফাঁপা দূর করার শক্তিশালী ক্ষমতার জন্য সুপরিচিত। খাবারের পরে বা রান্নায় এটি যোগ করলে বদহজম কমাতে সাহায্য করে।
গোল মরিচ
গোল মরিচে থাকা পাইপেরিন হজমশক্তি বৃদ্ধিতে এবং কারকিউমিনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টির শোষণ বৃদ্ধিতে সহায়ক। এটি অন্ত্রে এনজাইমের কার্যকলাপও উন্নত করে। সূত্র: ইন্ডিয়া টিভি
নিউজ ডেস্ক : আজকাল অনেক খাবারই বেটে বা মিক্সারে ব্লেণ্ড করে খাওয়া হয়। ধন...
নিউজ ডেস্ক : কমবেশি সবাই জানি, যদি রান্নায় দই পড়ে তাহলে স্বাদ বৃদ্ধি পায়...
নিউজ ডেস্ক : চিয়া বীজ শরীরে একাধিক উপকার করে থাকে। এটা অনেকেই নিয়মিত খেয়...
নিউজ ডেস্ক : মধুর একাধিক গুণাগুণ রয়েছে। আর মধু সাধারণত দুই ধরনের বাজারে ...
নিউজ ডেস্ক : গ্রীষ্ম-বর্ষা পেরিয়ে শরৎ চলে এলেও রোদের তীব্রতার কমতি নেই। ...
মন্তব্য (০)