• রাজনীতি

অনির্বাচিত সরকারের কারণে দেশ পিছিয়ে যাচ্ছে: আমীর খসরু

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নজরুল ইসলাম রাজু, রংপুরঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “অনির্বাচিত সরকারের শাসনামলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্থবির হয়ে পড়েছে। বিনিয়োগকারীদের আস্থা কমে যাচ্ছে, অর্থনীতির গতি থমকে গেছে। এর অবসান ঘটাতে হলে দ্রুত একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য।

‎বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে রংপুর চেম্বার ভবনের হলরুমে আয়োজিত সভায়িএসব কথা বলেন তিনি।তিনি বলেন রংপুর বিভাগের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও রাজনৈতিক সদিচ্ছা।

‎তিনি বলেন, “বর্তমান শাসকগোষ্ঠী দেশের জনগণ ও ব্যবসায়ীদের জন্য নয়, বরং নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে প্রশাসন ও অর্থনীতিকে জিম্মি করে রেখেছে। এই দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন স্বাধীন ও শক্তিশালী প্রতিষ্ঠান গড়তে হবে।

‎আমীর খসরু বলেন, “স্বৈরাচার হাসিনার পলায়নের পর মানুষের মনে বড় পরিবর্তন এসেছে। এখন আর প্রতিশ্রুতির বন্যা মানুষ গ্রহণ করে না। জনগণ বাস্তবায়ন চায়, অংশগ্রহণ চায়, ফল চায়। বিএনপি সেই বাস্তবতাকে গুরুত্ব দিয়ে আগামী দিনের পরিকল্পনা নিচ্ছে, যাতে অর্থনীতি ও রাজনীতি পরস্পর সহযোগী হয়ে উঠে।”

‎তিনি আরও বলেন, “আগামীতে কোনো বিশেষ গোষ্ঠী আর দেশের অর্থনীতি কুক্ষিগত করতে পারবে না। প্রতিটি নাগরিক যেন অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে, সেই সুযোগ তৈরি করব আমরা। উত্তরাঞ্চলে তথ্যপ্রযুক্তি খাতকে ঘিরে লাখো তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব-এটি বিএনপির অগ্রাধিকার।ব্যবসায়ী, উদ্যোক্তা ও জনগণকে সাথে নিয়েই আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন বেগবান করা হবে। রংপুর হবে দেশের অন্যতম উন্নয়ন হাব।

‎সভায় বক্তারা বলেন, “রংপুর বিভাগ আজও অর্থনৈতিকভাবে পিছিয়ে। এই অঞ্চলের মানুষের সম্ভাবনা কাজে লাগাতে হলে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি প্রয়োজন ব্যবসাবান্ধব পরিবেশ। যে সরকার জনতার ম্যান্ডেট ছাড়া টিকে আছে, সে সরকার কখনোই দেশের উন্নয়ন নিশ্চিত করতে পারে না।”

‎আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘বর্তমান সময়ে তথ্যকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে দেশের বাস্তবতা আড়াল করা হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকার জনসংখ্যার সংখ্যা ইচ্ছাকৃতভাবে কম দেখিয়ে পার ক্যাপিটাল আয় বাড়িয়ে দেখানোর যে চেষ্টা করেছে, তা শুধু ভ্রান্তিই নয়। বরং দেশের ভবিষ্যতের সঙ্গে প্রতারণা। ফলে বিবিএসের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ডেটার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। যা একটি দেশের নীতিনির্ধারণ প্রক্রিয়ার জন্য অত্যন্ত উদ্বেগজনক।

‎সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, বিভাগের আট জেলার চেম্বার নেতৃবৃন্দ এবং জেলা-উপজেলার বিএনপি নেতারা।উপস্থিত ছিলেন উইমেন চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দও।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।সভাপতিত্ব করেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেন।সভায় ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মন্তব্য (০)





image

ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আছে: জামায়াত সেক্...

নিউজ ডেস্ক : 

আওয়ামী ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আ...

image

নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণে জোনভিত্তিক খোঁজ-খবর নেওয়া...

নিউজ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পুনঃনির্ধারণে জোনভিত্তিক ...

image

‎জুলাই ঘোষণাপত্র আইনের ঊর্ধ্বে : সালাহউদ্দিন আহমদ

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহম...

image

আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের ভবিষ্যত নির্ধারণ হবে -দেল...

ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর ...

image

‎নারীদের রাজনীতি ও রাষ্ট্রের বাইরে রেখে নিরাপদ বাংলাদেশ গ...

নিউজ ডেস্কঃ নারী শক্তিকে কাজে লাগাতে বিএনপি আগামীতে কর্মপরিক...

  • company_logo