• রাজনীতি

শিক্ষা ধ্বংস করেই জাতি ধ্বংসের পথ সুগম করেছে সরকার : ডা. রফিকুল

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, “বিগত আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। একটা জাতিকে ধ্বংস করতে হলে আগে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়, আর তারা সেটাই করেছে।”

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বেগম আয়েশা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. বাচ্চু আরও বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা বড় অফিসার হবে, দেশ পরিচালনায় ভূমিকা রাখবে। কিন্তু কোনভাবেই দুর্নীতির সঙ্গে জড়াবে না। যারা ঘুষ নেয়, দুর্নীতি করে—তাদের মতো হওয়া যাবে না। সন্ত্রাস ও মাদকের পথ বর্জন করতে হবে।”

অনুষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জিয়াউল করিম মোড়ল রিফাতের সভাপতিত্বে ও শ্রীপুর পৌর ছাত্রদল নেতা এসএম আব্দুল্লাহ্ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন
শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, মুক্তারুল করিম মোড়ল, অ্যাডভোকেট আবু জাফর সরকার, অ্যাডভোকেট আহসান কবির, অ্যাডভোকেট রাজিবুল আলম বেপারী এবং শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন্দ প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ছাড়াও শিক্ষার্থীদের অভিভাবক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য (১)





image
image

জিএম কাদেরের ওপর নিষেধাজ্ঞা, অব্যাহতপ্রাপ্ত নেতারা স্বপদে...

নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পর...

image

জাতীয় সরকারের প্রস্তাবনা নিয়ে মির্জা ফখরুরের বক্তব্য সত্য...

নিউজ ডেস্ক : জুলাই অভ্যুত্থানের পর জাতীয় সরকার গঠনের বিষয়ে ব...

image

কোনও দাবি থেকে সরে আসিনি, সব আদায় করে ছাড়বো: নাহিদ

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলা...

image

সরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্র উত্তরণের পথকে সংকটে ফেলতে ...

নিউজ ডেস্ক : সরকারের যেকেনো ভুল সিদ্ধান্ত দেশের গণতন্ত্র উত্তরণের পথকে স...

image

জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে যে ব্যাখ্যা দিল এনসিপি

নিউজ ডেস্ক : জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে চলমান বিভ্রান্তি দূর করতে...

  • company_logo