• রাজনীতি

আন্দোলনের মূল নায়ক তারেক রহমান, বেশি ভূমিকা বিএনপির: খসরু

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‌‘জুলাই আন্দোলনের মূল নায়ক ছিলেন তারেক রহমান। যার সবচেয়ে বেশি দিন আত্মত্যাগ, সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। বক্তৃতা এটা দিয়ে শুরু করতে হবে। তাদের কারণেই আজ শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। জুলাই আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই। কিন্তু সে আন্দোলনেও সবচেয়ে বেশি ভূমিকা বিএনপি ও তার অঙ্গসংগঠনের।’

শনিবার (২৬ জুলাই) বিকালে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও পেশাজীবী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আলোচনা সভা শুরুর আগে আওয়ামী দুঃশাসন ও জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

আমির খসরু বলেন, ‘১৬ বছরের আন্দোলন সংগ্রামে, আমাদের দলের এত মানুষের যে আত্মত্যাগ, সেটা এখন আবার অনেকে ভুলে যেতে বসেছে। এখন জুলাই-আগস্ট নিয়ে যে আলোচনা হচ্ছে, তাতে ১৬ বছর ধরে যে মানুষগুলো একটা কঠিন সময়ের মধ্য দিয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে, সেটা কিন্তু আলোচনায় আসছে না। তাদের ব্যবসা-বাণিজ্য ধ্বংস হয়ে গেছে, পরিবার ধ্বংস হয়ে গেছে, চাকরিচ্যুত হয়েছে, বাড়িঘরে থাকতে পারেনি, বেশিরভাগ সময় কোর্ট-কাচারিতে কাটিয়েছে। বলতে কষ্ট হচ্ছে এমন অনেকে আছে, স্ত্রী স্বামীকে ত্যাগ করে চলে গেছে, বছরের পর বছর স্বামী ঘরে না থাকার কারণে, এরকম ঘটনা আছে। সেগুলো কিন্তু আলোচনায় আসছে না।’

আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান করার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশের তরুণদের ভবিষ্যৎ কী হবে, সেই চিন্তা আমরা করে রেখেছি। আমরা এক কোটি তরুণের কর্মসংস্থানের কথা বলছি প্রথম ১৮ মাসে। আমরা কিন্তু এই কথাটা পলিটিক্যাল স্টেটমেন্ট হিসেবে বলছি না। অঙ্কের হিসাব-কিতাব করে, কোন সেক্টরে কত চাকরি হবে, দেশে কত হবে, বিদেশে কত হবে, আর্ত্মকমসংস্থান কত হবে, আমরা হিসাব-কিতাব করে বের করেছি। এগুলোর জন্য রাষ্ট্রীয় নীতিমালায় পরিবর্তন আনবো, সেটাও আমরা রেডি করেছি।’

এখন দেশ গড়ার সময় মন্তব্য করে আমির খসরু আরও বলেন, ‘আজকের প্রেক্ষাপটে বিএনপির ৩১ দফার ভিত্তিতে এখন আমাদের দেশ গড়ার সময়। এতদিন শেখ হাসিনার পতন ছিল আমাদের মূল লক্ষ্য। এখন তারেক রহমান বলছেন, রাজনীতিতে সহনশীলতার কথা। ভিন্নমত পোষণ করেও অপরের মতকে সম্মান জানানোর কথা বলছেন। কারণ রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে ১০০ সংস্কার করেও লাভ হবে না।’

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, যুবদলের, শ্রমিক দলের, ছাত্রদলের, স্বেচ্ছাসেবক দলের ও আমাদের সমস্ত অঙ্গসংগঠনের। সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি হয়েছে বিএনপির সঙ্গে সম্পর্কিত যারা রাজনীতি করেছেন তারা। যারা জেলে গেছে, তাদের নব্বই শতাংশ ছিল বিএনপির। আমার সঙ্গে জেলে বন্দি ছিল কমপক্ষে ১০ হাজারের মতো। সেখানে ৯ হাজার হচ্ছে বিএনপি নেতাকর্মী। আর বাকি এক হাজারের মতো ছিল রিকশাওয়ালা ভাই, শিক্ষার্থীসহ বিভিন্ন মানুষ।’

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘এই ৩৬ দিনের আন্দোলন কোনও বিচ্ছিন্ন অভ্যুত্থান নয়, বরং এটি গত ১৬ বছরের লাগাতার আন্দোলনের ফল। এই আন্দোলনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, পেশাজীবী, যুবক নারী ছাত্র শ্রমিক সবাই অংশগ্রহণ করেছেন।’

সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও আইনজীবী ফোরামের সদস্য সচিব হাসান আলী চৌধুরী এবং মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক ডা. ইফতেখার ইসলাম লিটনের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

মন্তব্য (০)





image

রোববার শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি

নিউজ ডেস্কঃ জুলাই পদযাত্রা শেষে রোববার নতুন বাংলাদেশের ইশতেহ...

image

ঢাকায় সমাবেশে যাওয়া-আসায় ২০ বগির ট্রেন ভাড়া নিয়েছে চট্টগ্...

নিউজ ডেস্ক : রাজধানীর শাহবাগে রোববার সমাবেশ করতে যাচ্ছে ছাত্...

image

নেতাকর্মীদের উদ্দেশে এনসিপি ৩ আগস্ট বাংলাদেশের জন্য নতুন ...

নিউজ ডেস্ক : চলতি মাসের ৩ তারিখ বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে বলে জানিয়...

image

পিআর পদ্ধতি তৈরি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: মির...

নিউজ ডেস্ক : পিআর পদ্ধতি (সমানুপাতিক প্রতিনিধিত্ব) জনগণের মাথায় ঢোকানোর ...

image

নৈতিক ও মূল্যবোধের প্রচারে আধুনিক প্রযুক্তির ব্যবহারে জোর...

নিউজ ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বর্তমান তরুণ সমাজ ...

  • company_logo