• লিড নিউজ
  • রাজনীতি

কয়েক দিনের মধ্যে ভোটের সময় জানাবেন প্রধান উপদেষ্টা

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : আগামী কয়েক দিনের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ জানাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে তিনি তা জানিয়েছেন। 

বৈঠক থেকে বেরিয়ে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা সুস্পষ্টভাবে বলেছেন– তিনি আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা, তারিখ ঘোষণা করবেন। আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটি। দেশে যে অরাজকতা, এর একমাত্র সমাধান নির্বাচন– তা সরকার বুঝতে পেরেছে।’

বৈঠকে অংশ নেওয়া দলগুলোর মধ্যে অন্তত তিনটি দলের প্রতিনিধি  বলেছেন, সরকারপ্রধান চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সময় ঘোষণা করবেন। দুটি দল বলেছে, ড. ইউনূস তিন-চার দিনের মধ্যে ঘোষণা দেবেন। আরেকটি দল বলেছে, ৫ আগস্টের আগেই ঘোষণা দেবে সরকার। 
যদিও প্রধান উপদেষ্টার কার্যালয় এবং প্রেস উইং এসব বক্তব্যকে গ্রহণ বা প্রত্যাখ্যান করেনি। তারা সমকালকে বলেছে, সরকারপ্রধান ‘কয়েক দিনের কথা’ বলেছেন। এই বৈঠক নিয়ে প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতেও এ-সংক্রান্ত বক্তব্য নেই। 

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, অস্থিরতা নিরসনে নির্বাচন প্রয়োজন– প্রায় সব দল এ বক্তব্য দেওয়ার পর ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করা হয় বৈঠকে। তখন প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের রোডম্যাপ হয়ে গেছে। কয়েক দিনের মধ্যে নির্দিষ্ট সময়ও ঘোষণা করা হবে।’ তখন তাঁর কাছে জানতে চাওয়া হয়, এ বক্তব্য সংবাদমাধ্যমে প্রকাশ করা যাবে কিনা। তখন ড. ইউনূস বলেন, ‘বলতে পারেন।’

ববি হাজ্জাজের দাবি, বৈঠকের পর প্রেস উইংয়ের সঙ্গে আলোচনায় তিনি ধারণা পেয়েছেন, প্রধান উপদেষ্টা কয়েক দিন বলতে বুঝিয়েছেন ৫ আগস্টের মধ্যে ভোটের তারিখ ঘোষণা করবেন। এ বিষয়ে জানতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। 

বৈঠকে উপস্থিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, গোপালগঞ্জের সহিংসতা, মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের পর উদ্ভূত পরিস্থিতি এবং সচিবালয়ের ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা এক পর্যায়ে বলেন, কয়েক দিনের মধ্যে নির্বাচনের সময় জানাবেন।

গত মঙ্গলবার বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও এনসিপির সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। পরের দিন বৈঠক করেন আরও ১৩টি দলের সঙ্গে। আগের দুদিনের মতো গতকালের বৈঠকেও ফ্যাসিবাদবিরোধী ঐক্য জোরদার করে সম্মিলিতভাবে অস্থিতিশীলতা মোকাবিলার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। 

গত মঙ্গলবার বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও এনসিপির সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। পরের দিন বৈঠক করেন আরও ১৩টি দলের সঙ্গে। আগের দুদিনের মতো গতকালের বৈঠকেও ফ্যাসিবাদবিরোধী ঐক্য জোরদার করে সম্মিলিতভাবে অস্থিতিশীলতা মোকাবিলার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। 
বৈঠক সূত্র জানায়, প্রধান উপদেষ্টা বলেছেন, গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে ঘাটতি রয়েছে। পুলিশ এবং প্রশাসনও পুরোপুরি সক্রিয় করা যায়নি। পরাজিত শক্তির অপকর্ম মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সহায়তা প্রয়োজন। 

যখনই নির্বাচনের প্রস্তুতি, তখনই ষড়যন্ত্র 
প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন ভন্ডুলের অপচেষ্টাকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ‍্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অধ্যাপক ইউনূস বলেন, অভ‍্যুত্থানের সব শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে মস্ত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে। পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে, তখনই নানা রকম গন্ডগোল সৃষ্টি করছে। এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছি, তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, কোনো ষড়যন্ত্র করেই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না। কারণ, ফ‍্যাসিবাদ প্রশ্নে সব গণতান্ত্রিক শক্তির ঐক্য স্পষ্ট।

নেতারা যা বললেন
বৈঠকের বর্ণনা দিয়ে মোস্তফা জামাল হায়দার সমকালকে বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, পতিত ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে নির্বাচন ভন্ডুলের ষড়যন্ত্র করছে। তখন রাজনৈতিক নেতারা বলেন, নির্বাচনের দিকে গেলে ষড়যন্ত্রে কাজ হবে না। এমন বক্তব্যে প্রধান উপদেষ্টা চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করার কথা বলেন।

ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু সমকালকে বলেন, প্রধান উপদেষ্টা আগামী তিন-চার দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার কথা বলেছেন।

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান সমকালকে বলেন, প্রধান উপদেষ্টা তিন-চার দিনের কথা বলেছেন। তবে মোস্তফা জামাল সংবাদ সম্মেলনে সরকারপ্রধানের বরাতে সাংবাদিকদের চার-পাঁচ দিনের কথা বলেছেন।

বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা সমকালকে বলেন, প্রধান উপদেষ্টাই বলেছেন, ‘নির্বাচন নিয়ে নানা কথা চলছে। চার-পাঁচ দিনের মধ্যেই সংবাদ সম্মেলন করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানাব।’

মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টাকে বলেছি, আইনশৃঙ্খলা রক্ষায় সরকার চরমভাবে ব্যর্থ। প্রধান সমস্যা আইনশৃঙ্খলার অবনতি। আর কোনো অভিযান চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে?

জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে বলেছি প্রধান উপদেষ্টাকে।

এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান বলেন, প্রধান উপদেষ্টাকে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে বলা হয়েছে বৈঠকে। নির্বাচিত সরকার থাকলে সন্ত্রাস কমবে।

বৈঠকের শুরুতে বিমান দুর্ঘটনার ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বৈঠকে ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, ন‍্যশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন, ইসলামী ঐক্যজোটের মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দী। 

প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতের সাক্ষাত
শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করেছেন হেফাজতে ইসলামের নেতারা। তাঁরা শাপলা হত‍্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা এবং এই ঘটানা যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে আলোচনা করেন।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে হেফাজতের সমাবেশে হামলার বিষয়ে জাতিসংঘের মাধ‍্যমে অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয় বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে। 

এছাড়াও ফ‍্যাসিবাদ শাসনামলে হেফাজতের নেতাকর্মী ও আলেম উলামাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের অগ্রগতি নিয়ে কথা হয়।

বৈঠকে মাওলানা খুলিল আহমেদ কুরাইশী,  হেফাজত মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দীন রব্বানী, যুগ্ম মহাসচিব  মাওলানা মামুনুল হক, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাও. আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ এবং মুফতি কেফয়তুল্লাহ আজহারী উপস্থিত ছিলেন।

এছাড়াও ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

 

মন্তব্য (০)





image

রোববার শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি

নিউজ ডেস্কঃ জুলাই পদযাত্রা শেষে রোববার নতুন বাংলাদেশের ইশতেহ...

image

ঢাকায় সমাবেশে যাওয়া-আসায় ২০ বগির ট্রেন ভাড়া নিয়েছে চট্টগ্...

নিউজ ডেস্ক : রাজধানীর শাহবাগে রোববার সমাবেশ করতে যাচ্ছে ছাত্...

image

নেতাকর্মীদের উদ্দেশে এনসিপি ৩ আগস্ট বাংলাদেশের জন্য নতুন ...

নিউজ ডেস্ক : চলতি মাসের ৩ তারিখ বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে বলে জানিয়...

image

পিআর পদ্ধতি তৈরি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: মির...

নিউজ ডেস্ক : পিআর পদ্ধতি (সমানুপাতিক প্রতিনিধিত্ব) জনগণের মাথায় ঢোকানোর ...

image

নৈতিক ও মূল্যবোধের প্রচারে আধুনিক প্রযুক্তির ব্যবহারে জোর...

নিউজ ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বর্তমান তরুণ সমাজ ...

  • company_logo