• লিড নিউজ
  • জাতীয়

এবার মাইলস্টোনে ৯ ঘণ্টা অবস্থানের প্রকৃত কারণ জানালেন প্রেস সচিব

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মাইলস্টোনের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের কারণে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ঘটনার প্রকৃত তথ্য নিশ্চিত করতে দুইজন উপদেষ্টা কলেজ কর্তৃপক্ষকে ক্যাম্পাসেই একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) স্থাপন করার নির্দেশ দিয়েছেন। এই নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিয়মিতভাবে আহত ও মৃতের সংখ্যা জানানো হবে এবং তা কলেজের রেজিস্ট্রারের সঙ্গে মিলিয়ে দেখা হবে। তিনি বলেন, মৃত্যুর সংখ্যা গোপন করার কোনো কারণ সরকারের নেই।

আজ বুধবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এ তথ্য জানান তিনি।

গতকাল মাইলস্টোন কলেজে শোকাহত পরিবার, শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জানিয়ে প্রেস সচিব বলেন, সেই সময় চারপাশে ছিল শোক আর ক্ষোভে ভরা এক ভারী পরিবেশ। অনেক শিক্ষার্থী প্রাথমিক অভিজ্ঞতা শেয়ার করেছেন, কেউ কেউ মৃত্যুর সংখ্যা নিয়ে ভিন্নমত ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ নিয়ে ক্ষোভ জানিয়েছেন।

২০০২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বহু বড় দুর্ঘটনার সংবাদ কাভার করার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই অভিজ্ঞতা থেকে বলতে পারি, বাংলাদেশে মৃত্যুর সংখ্যা গোপন রাখা প্রায় অসম্ভব। প্রথমে নিখোঁজদের পরিবার সদস্যরা রিপোর্ট করেন, পরে হাসপাতাল ও প্রশাসনের তথ্য অনুযায়ী অধিকাংশই তাদের প্রিয়জনকে খুঁজে পান। এই ঘটনায়ও মাইলস্টোন কলেজ তাদের প্রতিদিনের হাজিরার তথ্য দেখে সহজেই অনুপস্থিতদের শনাক্ত করতে পারবে।

প্রেস সচিব বলেন, ঘটনার স্বচ্ছতা নিশ্চিত করতে দুইজন উপদেষ্টা কলেজ কর্তৃপক্ষকে ক্যাম্পাসে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপনের নির্দেশ দিয়েছেন। এই কক্ষে প্রতিদিন আহত ও নিহতদের সংখ্যা হালনাগাদ করা হবে এবং তা স্কুলের রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করা হবে। উল্লেখযোগ্যভাবে, এই নিয়ন্ত্রণ কক্ষে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার সুপারিশও করা হয়েছে। আশা করা যাচ্ছে, এটি আজ থেকে পূর্ণাঙ্গভাবে চালু হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনদের অবস্থা সম্পর্কে নিয়মিত তথ্য দিচ্ছে। পাশাপাশি সামরিক বাহিনীও এই কাজে সহায়তা করছে।

প্রেস সচিব স্পষ্টভাবে বলেন, মৃত্যুর সংখ্যা গোপন করার কোনো কারণ সরকারের নেই।

তিনি বলেন, আমরা গতকাল স্কুলে টানা নয় ঘণ্টা অবস্থান করেছি। চাইলে এর আগেও চলে আসা যেত, কিন্তু উপদেষ্টারা চেয়েছেন যেন পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধান হয় এবং কোনো ধরনের বলপ্রয়োগ না হয়। তারা প্রয়োজন হলে সারা রাত থাকতেও প্রস্তুত ছিলেন। আমরা বিদায় নিয়েছি কেবল তখনই, যখন মনে হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

তিনি আরও বলেন, যারা প্রাণ হারিয়েছেন, সেই সব শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আমাদের হৃদয় ভরে আছে শ্রদ্ধা আর ভালোবাসায়। এ ছিল জাতীয় একটি ট্র্যাজেডি। তারা সবাই শহীদ। আসুন, আমরা সবাই মিলে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করি, যেন ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে। সরকার এরই মধ্যে জাতীয় নিরাপত্তা জোরদার ও আকাশ দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে কাজ শুরু করেছে।

মন্তব্য (০)





image

বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা কার্যত অসম...

image

পঞ্চগড়ে ভ্যাপসা গরমের মধ্যেই ঘন কুয়াশা!

নিউজ ডেস্কঃ বর্ষাকালে শীতের কুয়াশা! এমন বিরল আবহাওয়ার সাক্ষী হলো পঞ্চগড়বাসী। ...

image

যেতে বললে অবশ্যই চলে যাবো, নিজেকে সঠিক প্রমাণ করার কিছু ন...

নিউজ ডেস্কঃ দায়িত্ব ছেড়ে দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্ট...

image

বিমান বিধ্বস্তের আগ মুহূর্তে যে বার্তা দিয়েছিলেন পাইলট

নিউজ ডেস্কঃ ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। জীবনের সেই সবচেয়ে বড় স্বপ্ন...

image

'ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও বেশি দৃশ্যমান ...

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তু...

  • company_logo