• আন্তর্জাতিক

‘এটাই শেষ নয়, আরও দেখতে হবে’, গোপন অস্ত্র ব্যবহারের পর যা বলছে ইরান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান জানিয়েছে, তারা প্রথমবারের মতো একটি নতুন প্রজন্মের ‘অদৃশ্য’ বা রাডারে অনধিগম্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা স্থাপনাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি-নিক জানান, ‘আজকের হামলায় এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যেগুলো ট্র্যাক করা কিংবা প্রতিরোধ করা যায় না।’

তিনি এই হামলাকে ‘শত্রুর জন্য এক বিস্ময়’ হিসেবে উল্লেখ করেন এবং সতর্ক করেন, ‘এটাই শেষ নয়, আরও দেখতে হবে।’

তালায়ি-নিক বলেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘হেভি ডিফেন্স লেয়ার’ বা ঘনবেষ্টিত প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও, নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্রগুলো।

তিনি বলেন, ‘যে গোয়েন্দা ও নিরাপত্তা কাঠামো এতদিন নিজেদের অঞ্চলের সর্বাধিক উন্নত বলে প্রচার করত, আজ তার একটি গুরুত্বপূর্ণ অংশ সরাসরি হামলার শিকার হয়েছে।’

ইসরায়েল দীর্ঘদিন ধরে তাদের গোয়েন্দা দক্ষতার বড়াই করে এসেছে, কিন্তু এই হামলা তা ভেঙে দিয়েছে বলে দাবি করেন ইরান সেনাবাহিনীর এই মুখপাত্র।

তালায়ি-নিক আরও বলেন, ‘৭৫ বছরের অভিজ্ঞতা এবং বিভিন্ন সামরিক ও কৌশলগত দিক বিবেচনায় স্পষ্ট যে, জায়নিস্ট শাসন দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত নয়।’

তিনি জানান, ইরানের সশস্ত্র বাহিনী আগেই সম্ভাব্য সংঘাতের কথা মাথায় রেখে অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম মজুত করেছে। ‘আমাদের বহু উন্নত ব্যবস্থা এখনো পর্যন্ত ব্যবহারই করা হয়নি,’ যোগ করেন তিনি।

মন্তব্য (০)





image

‎ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় একদিনে শতাধিক নিহত, মৃতের সংখ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ১০৪ জনের ...

image

মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণের মামলায় ৭ জন কারাগারে

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সেন্টুলে এক বা...

image

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পশ্চিমা ...

নিউজ ডেস্কঃ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া...

image

ভারতের চেয়ে ভালো বাংলাদেশের জিডিপি: মহুয়া মৈত্র

নিউজ ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের আইনপ্রণেতা মহুয়া মৈত্র অনুপ্রব...

image

ওবায়দুল কাদেরের কুকীর্তি ফাঁস করল ভারতীয় মিডিয়া

নিউজ ডেস্কঃ টেলিগ্রামে চাঁদাবাজি, অননুমোদিত গ্রুপ পরিচালনা ও...

  • company_logo