• খেলাধুলা

মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামির জয়

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ মেজর লিগ সকারে (এমএলএস) আবারও লিওনেল মেসির জাদুতে জ্বলে উঠেছে ইন্টার মায়ামি। রোববার (১ জুন) সকালে ঘরের মাঠে কলম্বাস ক্রুকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে ডেভিড বেকহামের দল। জোড়া গোল ও জোড়া অ্যাসিস্ট করে ম্যাচের একমাত্র তারকা ছিলেন আর্জেন্টাইন মহাতারকা মেসি।

এই জয়ে মায়ামি উঠে এসেছে এমএলএসের পয়েন্ট তালিকার তিন নম্বরে। ১৮ ম্যাচে ৮ জয়, ৫ ড্র ও ৩ হারে মায়ামির সংগ্রহ ২৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে তারা এখনো শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে পিছিয়ে ৫ পয়েন্টে।

এই ম্যাচেই ইন্টার মায়ামির হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন মেসি। সাবেক সতীর্থ গঞ্জালো হিগুয়েইনের ২৯ গোল ছাড়িয়ে এমএলএসে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩১-এ।

ম্যাচের ১৩তম মিনিটে মেসির দুর্দান্ত লং পাস থেকে তাদেও আলেন্দে গোল করে মায়ামিকে লিড এনে দেন। দুই মিনিট পর কলম্বাস গোলরক্ষকের ভুলে বল পেয়ে গোল করেন মেসি, মায়ামি এগিয়ে যায় ২-০ ব্যবধানে। ২৪তম মিনিটে বুসকেটসের পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন মেসি। ম্যাচে তিন গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।

বিরতি থেকে ফিরে ৫৮তম মিনিটে সিজার রুভালকাবার গোলে ব্যবধান কমায় কলম্বাস। ৬৪তম মিনিট লুইস সুয়ারেজ গোল করে দলের লিড বাড়ান। খেলা শেষের আগ মুহূর্তে মেসির পাস থেকে ফাফা পিকাল্ট করেন মায়ামির পঞ্চম গোল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

ম্যাচে বল দখলে প্রায় সমানে-সমান লড়লেও ফিনিশিংয়ের দিক থেকে অনেক এগিয়ে ছিল মেসির দল। ১৪টি শটের মধ্যে ৭টি লক্ষ্যে ছিল মায়ামির, অন্যদিকে কলম্বাস মাত্র ১টি শট লক্ষ্যে রাখতে পেরেছে।

মেসির ধারাবাহিক পারফরম্যান্সে এমএলএসে ফের জয়ের ধারায় ফিরেছে ইন্টার মায়ামি। এই ফর্ম অব্যাহত থাকলে শিরোপার দৌড়ে বড় প্রতিযোগী হিসেবেই দেখা যাবে মেসিদের।

মন্তব্য (০)





image

এবার নেইমারের অটোগ্রাফসহ ফুটবল চুরি

স্পোর্টস ডেস্কঃ ফুটবল বিশ্বের সেরা তারকাদের মধ্যে একজন হলেন নেইমার জুনিয়...

image

শ্রীলঙ্কার বিপক্ষে দুপুরে মাঠে নামবে মিরাজ বাহিনী

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাজেভাবে হের...

image

আজীবন সৌদি আরবে থাকতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্কঃ শোনা যাচ্ছিল যুক্তরাষ্ট্রের কথা, ক্রিশ্চিয়ানো রোনালদোর গ...

image

ব্রাজিলের হয়ে মাঠে ফিরছেন নেইমার

স্পোর্টস ডেস্কঃ ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুল...

image

পিএসজির কাছে ৪-০ গোলে হেরে যা বললেন মেসি

স্পোর্টস ডেস্কঃ ক্লাব বিশ্বকাপে লিওনেল মেসির ইন্টার মায়ামি স্বপ্ন দেখেছি...

  • company_logo