• খেলাধুলা

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও ১০-এ নেমে গেল বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ দুঃসময়টা কোনোভাবেই কাটছে না বাংলাদেশের। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশ, সে ঘটনার বেশ কিছু দিন হয়ে গেছে। এবার আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও ১০ নম্বরে নেমে গেছে দলটা। 

বিষয়টা অভাবনীয় কিছু, তা নয় মোটেও। আগে থেকেই আঁচ পাওয়া যাচ্ছিল, দলটা র‍্যাঙ্কিংয়ে আরও নিচে নেমে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরেছে বাংলাদেশ, এরপর পাকিস্তানের বিপক্ষে দুই টি-টোয়েন্টিতেও বিশাল বিশাল দুটো হার সঙ্গী হয়েছে দলের। তারই মিশেলে বাংলাদেশের ‘পতন’টা হলো। ১০-এ নেমে গেছে লিটন দাসের দল। 

টানা চার টি-টোয়েন্টি হেরেছে বাংলাদেশ। তাতে দলের খাতা থেকে পয়েন্ট কাঁটা গেছে ৫টি। আমিরাতের বিপক্ষে সিরিজের আগে দলের রেটিং পয়েন্ট ছিল ২২৫। সেখান থেকে চার হারের পর এসে দলের রেটিং পয়েন্ট ঠেকেছে ২২০-তে। আফগানিস্তানের রেটিং পয়েন্ট ছিল ২২৩, তারা চলে গেছে নয় নম্বরে। ১১তে থাকা আয়ারল্যান্ডের চেয়ে অবশ্য নিরাপদ অবস্থানে আছে বাংলাদেশ, তাদের পয়েন্ট ২০২। 

২৭১ পয়েন্ট নিয়ে এই তালিকার শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ২৬২। পরের তিনটি দল যথাক্রমে ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯) ও ওয়েস্ট ইন্ডিজ (২৪৬)। ছয়ে আছে সবশেষ বিশ্বকাপের রানার্স আপ দক্ষিণ আফ্রিকা, তাদের পয়েন্ট ২৪৫। সাতে আছে শ্রীলঙ্কা, আটে পাকিস্তান। বাংলাদেশকে দুই ম্যাচে হারিয়ে তাদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২৯তে। এর আগে বাংলাদেশকে হারিয়েছে আমিরাত। তাদের অবস্থান ১৫তে। তাদের রেটিং পয়েন্ট ১৮৩।

এখন দশে নেমে গেলেও বাংলাদেশের সামনে র‍্যাঙ্কিংয়ে ওপরে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না। পাকিস্তান সিরিজের পরই শ্রীলঙ্কা সফর আছে দলের। এরপর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ফলে সেসব সিরিজে জিতলেই আবার ৯ কিংবা তারও ওপরে ওঠার সুযোগ থাকবে লিটন দাসের দলের সামনে। তবে দলের ফর্ম অবশ্য সেসবকে আপাতত অসম্ভব বলেই মনে করাচ্ছে।

 

মন্তব্য (০)





image

শ্রীলঙ্কার বিপক্ষে দুপুরে মাঠে নামবে মিরাজ বাহিনী

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাজেভাবে হের...

image

আজীবন সৌদি আরবে থাকতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্কঃ শোনা যাচ্ছিল যুক্তরাষ্ট্রের কথা, ক্রিশ্চিয়ানো রোনালদোর গ...

image

ব্রাজিলের হয়ে মাঠে ফিরছেন নেইমার

স্পোর্টস ডেস্কঃ ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুল...

image

পিএসজির কাছে ৪-০ গোলে হেরে যা বললেন মেসি

স্পোর্টস ডেস্কঃ ক্লাব বিশ্বকাপে লিওনেল মেসির ইন্টার মায়ামি স্বপ্ন দেখেছি...

image

যে কারণে ক্লাব বিশ্বকাপে খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেন রোনালদো

স্পোর্টস ডেস্কঃ ক্রিশ্চিয়ানো রোনালদোর এবারের লক্ষ্য ২০২৬ ফিফা বিশ্বকাপ। ...

  • company_logo