• খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ আজ রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রচন্ড তাপপ্রবাহের কারণে খেলা হবে রাতে। 

গত ২৫ মে এই গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্যালাডিয়েটর্স। শ্বাসরুদ্ধকর ফাইনালে জয় পেয়েছে লাহোর। 

বাংলাদেশ সিরিজে চোট কাটিয়ে পাকিস্তান দলে ফিরেছেন ফখর জামান, নাসিম শাহ ও সাইম আইয়ুব। পিএসএলে দারুণ পারফর্মেন্সের কারণে দলে সুযোগ পেয়েছেন পেস বোলার হাসান আলী ও সাহেবজাদা ফারহান।

বাংলাদেশের ফর্ম খুব একটা ভালো নয়। গত সপ্তাহে তারা সংযুক্ত আরব আমিরাতের কাছে লজ্জাজনক সিরিজ হেরেছে। তারপরও দলের সেরা তিন তারকা মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও তাসকিন আহমেদ ইনজুরিতে আছেন। পাকিস্তান সফরে যাননি তরুণ পেসার নাহিদ রানা। যে কারণে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশ দলের জন্য চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। 

এই সিরিজটি বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবশেষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তার নেতৃত্বাধীন দল ২-১ ব্যবধানে সিরিজে হেরে। অধিনায়ক হিসেবে দ্বিতীয় সিরিজে সফল হওয়ার চ্যালেঞ্জ তার সামনে। তাছাড়া ব্যক্তিগতভাবেও তাকে নান্দনিক পারফরম্যান্স করতে হবে। সবশেষ সিরিজে তিনি প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি। 

পিচ পরিস্থিতি

লাহোরে এখনও প্রচন্ড গরম এবং শুষ্ক, যদিও মাঝে মাঝে সন্ধ্যার বাতাস ম্যাচের সময় পরিস্থিতিকে আরও সহনীয় করে তোলে।

পরিসংখ্যান 

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি রেকর্ড খুবই বাজে। উভয় দল অতীতে ১৯ ম্যাচে অংশ নেয়। তার মধ্যে ৩টিতে জয় পায় বাংলাদেশ হেরেছে ১৬ ম্যাচে। তবে সবশেষ সাক্ষাতে পাকিস্তানকে হারায় বাংলাদেশ। 

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সাহেবজাদা ফারহান/মোহাম্মদ হারিস, সাইম আইয়ুব, ফখর জামান, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হারিস রউফ, হাসান আলী ও আবরার আহমেদ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তৌহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ/মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান হাসান ও মোহাম্মদ হাসান।

মন্তব্য (০)





image

আজীবন সৌদি আরবে থাকতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্কঃ শোনা যাচ্ছিল যুক্তরাষ্ট্রের কথা, ক্রিশ্চিয়ানো রোনালদোর গ...

image

ব্রাজিলের হয়ে মাঠে ফিরছেন নেইমার

স্পোর্টস ডেস্কঃ ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুল...

image

পিএসজির কাছে ৪-০ গোলে হেরে যা বললেন মেসি

স্পোর্টস ডেস্কঃ ক্লাব বিশ্বকাপে লিওনেল মেসির ইন্টার মায়ামি স্বপ্ন দেখেছি...

image

যে কারণে ক্লাব বিশ্বকাপে খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেন রোনালদো

স্পোর্টস ডেস্কঃ ক্রিশ্চিয়ানো রোনালদোর এবারের লক্ষ্য ২০২৬ ফিফা বিশ্বকাপ। ...

image

ভারতে ছক্কা মারার পর মাঠেই ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট খেলার সময় ছক্কা মারার পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন ...

  • company_logo