• লিড নিউজ
  • খেলাধুলা

বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ২০১৯ সালে বাংলাদেশে পা পড়েছিল ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। বছর ছয়েক পর আরও একবার বাংলাদেশে আসতে যাচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

ইনফান্তিনোর প্রথম সফরটা ছিল নেহায়েতই শুভেচ্ছা সফর। তবে এবার একটা উদ্দেশ্য নিয়েই তিনি আসতে যাচ্ছেন বাংলাদেশে। কক্সবাজারে ফিফা সেন্টার অব এক্সিলেন্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অথবা উদ্বোধনের সময় বাংলাদেশে আসবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 

প্যারাগুয়েতে ফিফা কংগ্রেস থেকে ফিরে মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। এছাড়া বাফুফের ওপর থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইনফান্তিনো আশ্বাস দিয়েছেন সহযোগিতা বাড়ানোর। 

জানা গেছে, প্যারাগুয়েতে বাফুফে সভাপতি কথা বলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে। তুলে ধরেছেন লাল-সবুজ ফুটবলের সাম্প্রতিক পারফরম্যান্স। ফিফার অর্থায়নে কক্সবাজারে হচ্ছে সেন্টার অব এক্সিলেন্স। সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা উদ্বোধনে উপস্থিত থাকার নিশ্চয়তা নিয়েছেন ইনফান্তিনো।

 

এছাড়াও আরও একটি বিষয়ে বাফুফে সভাপতির কথা হয়েছে ইনফান্তিনোর সঙ্গে। তাবিথ বলেন, ‘তিনটি বিষয়ে সরাসরি কথা হয়েছে ফিফার সঙ্গে। বিষয় তিনটি হলো বাফুফের আর্থিক নিষেধাজ্ঞা উঠে যাওয়া, গঠনতন্ত্র এবং ফিফা সভাপতির বাংলাদেশ সফর।’ 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আয় মূলত ফিফার অনুদানের ওপর নির্ভরশীল। তবে ২০১৮ সালে আর্থিক অনিয়মের তালিকায় চলে যায় বাফুফের নাম। যার ফলে আর্থিক অনুদান পেলেও তা নানা নজরদারিতে থাকত, সে অঙ্কটাও খুব বেশি হতো না। 

গেল মার্চ মাসে সে নিষেধাজ্ঞা থেকে অবশেষে মুক্তি পেয়েছে ফেডারেশন। সে কারণে বাংলাদেশ ফিফার বরাদ্দটাও পেত অনেক কম। তবে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে বাফুফের বরাদ্দের পরিমাণ বাড়ার কথা। ফিফা সভাপতিও এবার সে আশ্বাস দিয়েছেন। 

বাফুফে সভাপতি আরও বলেন, ‘মেম্বার অ্যাসোসিয়েশন হিসাবে ফিফা থেকে একটি নির্দিষ্ট বরাদ্দ পায় বাফুফে। ফিফা সভাপতির এই আশ্বাসে প্রোজেক্ট বেসিসে আরও বেশি বরাদ্দ পাওয়ার দ্বার উন্মোচন হলো বাফুফের।’

ইনফান্তিনো অবশ্য বাংলাদেশে সফরের বিষয়টি আগেই জানিয়েছিলেন। গেল জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বাৎসরিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ফিফা প্রধান এ প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

মন্তব্য (০)





image

এবার বাংলাদেশের প্রস্তাবে রাজি পাকিস্তান

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ-পাকিস্তান আসন্ন টি-টোয়েন্টি সিরিজ নিয়ে নতুন সিদ...

image

সৌদি ছেড়ে কি এবার ব্রাজিলের ক্লাবে যাচ্ছেন রোনালদো?

স্পোর্টস ডেস্কঃ সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর সম্পর্ক...

image

এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বড় লক্ষ্য তাড়া করতে নে...

image

পিএসএল মাতাতে মরিয়া সাকিব

স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। তবে চলমা...

image

যে কারণে মোস্তাফিজকে ৬ কোটি রুপি দিয়েছে দিল্লি

স্পোর্টস ডেস্কঃ চলমান আইপিএলের মাঝ পথে টাইগার পেসার মোস্তাফিজকে দলে ভিড়ি...

  • company_logo