• বিনোদন

‘ওরা মানুষ নয়, পশুর চেয়েও অধম: সাদিয়া আয়মান

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান। সেখানে মাঝে মধ্যেই নিজের ক্যারিয়ার ও সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলতে দেখা যায়। সেই ধারাবাহিকতায় এবার এক পোস্টে ক্ষোভ ঝারলেন এ অভিনেত্রী। কিন্তু কার ওপর কিংবা কেন?

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘ওরা মানুষ নয়, পশুর চেয়েও অধম।’ একটি পোস্ট শেয়ার করে দুটি করপোরেট প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করেছেন এ অভিনেত্রী।

জানা গেছে, স্বামী ও স্ত্রী দু’জনের নির্দেশে একটি বিড়ালছানাকে তাদের গৃহকর্মী মেরেছে। সেই বিড়ালটি মৃত্যুশয্যায়। যা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। এ অভিনেত্রী লিখেছেন, ‘ঘটনা ঘটেছে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে। ইলমার ছোট ভাই স্কুল থেকে ফিরে একটি বিড়ালের করুণ কান্নার শব্দ শুনে তাকে জানায়। আতঙ্কিত ইলমা ছুটে যান উপরের তলায়। গিয়ে দেখেন, প্রতিবেশী এবং তার স্ত্রীর বাসার দরজা খোলা এবং তাদের গৃহকর্মী একটি সাদা বিড়ালকে ধাতব রড দিয়ে নির্মমভাবে পেটাচ্ছে।’

‘ইলমা ছুটে গিয়ে বিড়ালটিকে রক্ষা করেন এবং তখনই বুঝতে পারেন―এই নির্যাতনের শিকার বিড়ালটি তারই আদরের শিশু বিড়াল, মাত্র ৫ মাস বয়সী। ও কাঁপছিল, কাঁদছিল, চলতে পারছিল না, আর নাক দিয়ে রক্ত ঝরছিল।’

এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া তৈরি করলে এ ব্যাপারে একটি করপোরেট প্রতিষ্ঠান পদক্ষেপ নেবে বলে পোস্ট দেয় তার অফিশিয়াল ফেসবুক পেজে। সেটিই শেয়ার করে সাদিয়া আয়মান লিখেছেন, ‘ওরা মানুষ নয়, পশুর চেয়েও অধম।’ মূলত বিড়াকে মারার নির্দেশদাতা স্বামী ও স্ত্রীকে উদ্দেশ করেই এমনটা লিখেছেন অভিনেত্রী। একইসঙ্গে করপোরেট প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানিয়েছেন সাদিয়া আয়মান।

মন্তব্য (০)





image

চুম্বন দৃশ্যের পর যে কারনে অসুস্থ হয়ে পড়েন বিপাশা বসু

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু ২০১২ সালে 'জোরি ব...

image

শেফালি জারিওয়ালার ময়নাতদন্ত রিপোর্টে যা জানা গেল

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ...

image

এবার দ্বিগুণ পারিশ্রমিক চাইছেন শ্রীলীলা

বিনোদন ডেস্কঃ ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রীলীলা ২০১৯ সালে ‘কিস&...

image

ভাইরাল শেফালির শেষ পোস্ট, কী লিখেছিলেন তিনি

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ...

image

শেফালির মৃত্যুতে রহস্যের গন্ধ পাচ্ছে পুলিশ!

বিনোদন ডেস্কঃ গত বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলিউড অভিনেত্রী শ...

  • company_logo