• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার পরবর্তী পর্ব রোম নয় ওমানেই অনুষ্ঠিত হবে

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার পরবর্তী ধাপ নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। সোমবার পর্যন্ত ধারণা ছিল, নতুন দফার আলোচনা রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে মঙ্গলবার ( ১৫ এপ্রিল) ভোরে ইরান ঘোষণা দিয়েছে, আলোচনার স্থান আবারও হবে ওমান।

মার্কিন কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে আলোচনার ভেন্যু নিশ্চিত করেননি। তবে সোমবার হোয়াইট হাউজে এল সালভাদরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক আলোচনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।  তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে ওরা আমাদের সময় নষ্ট করাচ্ছে।’

মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট করেছেন যে, আলোচনার পরবর্তী পর্ব ওমানেই অনুষ্ঠিত হবে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।  উল্লেখ্য, এই সপ্তাহের শেষে রোমে ইস্টার সানডে উদযাপিত হবে, যা ভ্যাটিকান ঘেরা শহরের জন্য একটি বড় উৎসব।

প্রথম দফার আলোচনা ইতোমধ্যে গত সপ্তাহে ওমানে অনুষ্ঠিত হয়েছে।  প্রায় ৫০ বছরের শত্রুতার ইতিহাসের প্রেক্ষিতে দুই দেশের জন্যই এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

 

ট্রাম্প ইতোপূর্বে একাধিকবার হুমকি দিয়েছেন, আলোচনায় সমাধান না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানো হতে পারে।  অপরদিকে, ইরানও ক্রমাগত সতর্ক করে আসছে যে, তারা অস্ত্রমানব উপযোগী ইউরেনিয়ামের মজুদের মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে।

এর আগে একটি সূত্র জানিয়েছিল, শনিবার রোমে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জাপানের ওসাকা সফরের সময় জানান, ওমানের অনুরোধে ইতালি আলোচনার জন্য ভেন্যু দিতে রাজি হয়েছে। 

তাজানি বলেন, ‘যেকোনো ইতিবাচক ফল বয়ে আনতে পারে এমন বৈঠক আমরা সবসময় স্বাগত জানাই, বিশেষ করে পারমাণবিক ইস্যুতে।’

ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্পও লুক্সেমবার্গে এক সভায় বলেন, আসন্ন আলোচনা রোমেই অনুষ্ঠিত হবে বলে তিনি জেনেছেন।  ইরান ও যুক্তরাষ্ট্রের কেউ এখনও এই পরিবর্তন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও সোমবার ইরাকি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপে বলেন, আলোচনার স্থান হবে রোম—এই তথ্য ইরাকি রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে উঠে এসেছে।

ট্রাম্প তার বক্তব্যে বলেন, ‘আমি চাই ইরান একটি সমৃদ্ধ ও উন্নত দেশ হোক। তবে এরা র‍্যাডিকালভাবে পরিচালিত, এবং কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে পারে না।’

এদিকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান জানিয়েছেন, তিনি চলতি সপ্তাহে ইরান সফর করবেন, যেখানে তেহরানের পারমাণবিক কর্মসূচিতে পর্যবেক্ষকদের প্রবেশাধিকার প্রসঙ্গে আলোচনা হতে পারে।

মন্তব্য (০)





image

কৌশলগত মিত্র হিসেবে ভারতের ভূমিকার প্রশংসায় ক্যারোলিন লিভিট

অনলাইন ডেস্কঃহোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ইন্দো-প্রশান্ত মহ...

image

ইরান ইউরেনিয়াম যেখানে লুকিয়েছে সেখানেই হামলা হবে: ক্যারোল...

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয়...

image

এবার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একজোট পাকিস্তান-তুরস্ক

অনলাইন ডেস্কঃ তুরস্কের ইস্তাম্বুলে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলনের ফ...

image

নেতানিয়াহু একদিন থাকবে না, কিন্তু ইরান থাকবে: দিমিত্রি ম...

অনলাইন ডেস্কঃ রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা কাউন্সিলের উ...

image

ইসরায়েল ‘সন্ত্রাস ছড়াচ্ছে’ জাতিসংঘে মুখ ফসকে মার্কিন রাষ্...

অনলাইন ডেস্কঃ জাতিসংঘে দেওয়া এক বক্তব্যে ভুলবশত ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে &...

  • company_logo