
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের হিমালয় রাজ্য উত্তরাখণ্ডে প্রবল তুষারপাতে অন্তত চারজন মারা গেছে। এছাড়া আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।
উত্তরাখণ্ড রাজ্য সরকার এ তথ্য নিশ্চিত করেছে।
ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি তিব্বতের সীমান্তবর্তী এলাকা মানায় তীব্র তুষারপাতে রাস্তা নির্মাণ শ্রমিকরা ভেসে যায়। সেখানে তুষারের নিচে চাপা পড়া ৫০ জনকে উদ্ধার করা হয়। পরে তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে পাঁচজন। হেলিকপ্টারে তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
তারা আরও জানান, হিমালয় পর্বতের কাছে নিখোঁজ ৫ জনকে উদ্ধারের জন্য হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
উত্তরাখন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, বর্ডার রোডস অর্গানাইজেশন ক্যাম্পে তুষারপাতের পর উদ্ধারকারী দলগুলি নিরবচ্ছিন্নভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
শুক্রবার ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এক্স-এ এক ফুটেজ পোস্ট করেছে। সেখানে দেখা যায়, উদ্ধারকারীরা কয়েক ফুট উঁচু তুষারপাতের মধ্যে হেঁটে স্ট্রেচারে করে আহতদের বহন করে নিয়ে যাচ্ছেন। তখনও তুষারপাত অব্যাহত ছিল।
মানার একজন সাবেক গ্রাম পরিষদ সদস্য গৌরব কুনাওয়ার শুক্রবার বিবিসিকে বলেছেন, ‘যে এলাকায় তুষার আঘাত হেনেছে সেখানে কেউ স্থায়ীভাবে বসবাস করেন না। শুধু সীমান্তে রাস্তা নির্মাণ শ্রমিকরা শীতকালে সেখানে থাকে। ’
তিনি বলেন, ‘সেখানে এখনো সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা শুনেছি ওই এলাকায় দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। যখন তুষার আঘাত হানে তখন সেখানে শ্রমিকরা একটি ক্যাম্পে ছিল’।
এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর আগেই হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, এবং জম্মু-কাশ্মিরে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি ও তুষারপাতের সতর্কতা জারি করেছিল। অরেঞ্জ অ্যালার্ট জারি করার পরও এত হতাহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় কর্মকর্তারা।
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ মেক্সিকোর ওয়াক্সাকা রাজ্যে একটি যাত্রীবাহী বাস উল্ট...
আন্তর্জাতিক ডেস্কঃ সাবেক ব্যাংকার মার্ক কার্নি কানাডার ক্ষমতাসীন লিবারেল...
আন্তর্জাতিক ডেস্কঃ ইরান, চীন ও রাশিয়ার নৌবাহিনী উত্তর ভারত মহাসাগরে এক য...
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনকে ৩০ বিলিয়ন ইউরো সামরিক সহায়তা প্রদানের প্রস্...
আন্তর্জাতিক ডেস্কঃ একদিনে ওমরাহ যাত্রীর সংখ্যা সর্বোচ্চ রেকর্ড করেছে সৌদ...
মন্তব্য (০)