
নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রাইভেট ব্যাংক খাতের পেশাদার ব্যাংকারদের সমন্বয়ে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।সংগঠনটি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের অন্তর্ভুক্ত থেকে কাজ করবে। সে সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩১ দফা, মিশন, ভিশন ও দেশগঠনের নীতিমালার আলোকে ব্যাংকিং খাতে অর্থনৈতিক পুনর্গঠন ও সংস্কার কার্যক্রমে ভূমিকা রাখবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটির কাঠামো অনুযায়ী ৭১ সদস্যবিশিষ্ট কনভেনর কমিটি এবং ১৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। সংস্থায় আহ্বায়ক হলেন-শেখ মোহাম্মদ জায়েদ আল-ফাত্তাহ (সাব্বির) ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন মো. রাইসুল আলম (জুয়েল)।
১৮ জন যুগ্ম আহ্বায়ক হলেন- যোগাযোগ বিষয়ক দপ্তরে নিয়োজিত কবির হোসেন, মো আসাদুজ্জামান (শিপুল), তালুকদার মো. রাশেদুল ইসলাম, মো আমিনুল হক, মো. জহিরুল ইসলাম, দপ্তরে নিয়োজিত মো. শফিউল বাশার, সহ-দপ্তরে নিয়োজিত আতাউল করিম রাজা, রাসেল মাহমুদ মাছুম, মহিলা বিষয়ক দপ্তরে নিয়োজিত রোকসনা পারভিন, প্রচার ও প্রকাশনা দপ্তরে নিয়োজিত মিজানুর রহমান, মো. এমদাদুল হক পাভেল, মো. সালেহ উদ্দিন, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, মো. এনামুল খান, মো. আবু সাইদ, মো. হুমায়ুন কবির, মো. মাসুদ হাসানসহ, মো. জাহিদুল ইসলাম সেলিম।
সংগঠনটির সদস্য সচিব হলেন- আলিমুল বিন আজিজ (তুষার)। বাকি সদস্যরা হলেন- মো. আবু সায়েম চৌধুরী, মো. দেলোয়ার হোসেন, শেমা মো. ফরিদুল আমিন (জোসেফ), মো. মহিউদ্দিন, মো. ফয়েজ আহমেদ (শাওন), মো. মোস্তাফিজুর রহমান, মো. শাহাজাদা হোসেন, সুমন মিয়া, মো. মাহফিজুর রহমান (মাহফি), মোস্তাক আহমেদ, মো. মাহফুজল হক (অসীম), মো. রাসেল, খন্দকার সাইদুল ইসলাম, মো. ওহিদুল ইসলাম, তানভীর আহমেদ, সৈয়দ মো. ফখরচজ্জামান, হামিদা খাতুন, মো. শিপন আলী, মো. আসাদুজ্জামান, মো. আল আমিন, আনাস আহম্মেদ, জাকির হোসেন শেখ, মোহাম্মদ সুজন নূর, আবেদ হাসান খান, এটিএম গোলাম কিবরিয়া, খন্দকার রাফসান, মো. শফিকুল গনি, মো. সিরাজুম মাহমুদ, মো. গোলাম সারওয়ার, মো. মাছুম বিল্লাহ, মো. আরেফিন, মো. রোকনুজ্জামান, নুসরাত নিবাস, ফাহমিদা কিশোয়ান তন্নী, মিনহাজ বিন মোর্শেদ, মামুনুর রশিদ চৌধুরী, রবিউল হোসেন, আব্দুল্লাহ আল সাইদ, মো. আনিসুজ্জামান, মো. শাহিন মাহমুদ, মোহাম্মদ আসাদুজ্জামান, কাজী মো. নুর ই আলম, মুহাম্মদ আব্বাস আলী, হেদায়েতউল্লাহ জিহাদী, মো. মর্তুজা, সাজ্জাদ মাহমুদ, মো. আক্তারুজ্জামান, ফায়াজ আহমেদ, এ.এস.এম জাহিদ।
সংগঠনটির উপদেষ্টা কমিটির ১৫ সদস্যের মধ্যে প্রধান উপদেষ্টা হলেন- সাবেক ছাত্রদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এম. সাঈদ চৌধুরী। বাকি উপদেষ্টারা হলেন- ডা. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, কে.এম. শরীফুল আলম, কাদের সিদ্দিকি, মো. জাওয়াদুল হক, মোঃ মনজুর মোর্শেদ, দেওয়ান অলিউদ্দিন সুমন, এ.কে.এম. তৌহিদ, শেখ মো. আবু হায়াৎ জায়েদ আল কিবরীয়া (তানভীর), সাদাত বিন সাইফ, অ্যাডভোকেট নাসির উদ্দিন বেপারী, ওয়াসি উদ্দিন আহমেদ চৌধুরী, মো মনির, নাইম মো. তানভীর ও খাজা ওয়াসিউল্লাহ।
মন্তব্য (৭)
Jahidul Islam Salim
অভিনন্দন, শুভ কামনা রইলো
shahidul Islam
very good initiative...
নাম প্রকাশে অনিচ্ছুক
Great News
নাম প্রকাশে অনিচ্ছুক
সবাই কে অভিনন্দন
নাম প্রকাশে অনিচ্ছুক
শুভকামনা
Md Shafikul Gani
Best wishes❤️❤️❤️❤️
নাম প্রকাশে অনিচ্ছুক
Best wishes❤️❤️❤️❤️