
ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামন্ডলির সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, 'আমরা বিদেশীদের কাছে প্রভুত্ব চাই না, বন্ধুত্ব চাই। এই কথাটি প্রমাণ করার জন্যই তিস্তা পাড়ে আজকের এই সমাবেশ।'সোমবার(১৭ ফেব্রুয়ারি)বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের বুড়িরহাট তিস্তা নদীর পাড়ে দ্ইুদিন ব্যাপী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, আমরা বন্যা ও ভাঙন কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করে বলতে চাই, বিএনপি সাধারণ মানুষের পাশে ছিল, আছে-ভবিষ্যতেও থাকবে। কখনও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীরউত্তম) নেতৃত্বে, কখনও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, কখনও তারেক রহমানের নেতৃত্বে আস্থা স্থাপন করেছে মানুষ। তার নজীর আজকের এই বিশাল গণজমায়েত। তিনি বলেন, 'আন্তর্জাতিক বন্ধুদেরকে আমরা বলব, নিরপেক্ষ আচরণের মাধ্যমে বাংলাদেশের মানুষকে তিস্তার এই ভয়াল থাবা থেকে মুক্তি দিন।'
ঘড়িয়ালডাঙা ইউনিয়নের বুড়িরহাট তিস্তা নদীর পাড়ে আন্দোলনে হাজার হাজার মানুষ উজ্জীবিত হয়ে তিস্তার পাড়ে অবস্থান করছেন। বুড়িরহাট এলাকায় তিস্তা পাড়ে মানুষের থাকা-খাওয়ার সুব্যবস্থা করেছে নদী রক্ষা আন্দোলন কমিটির আয়োজকরা। কুড়িগ্রামের কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী, রাজারহাট, উলিপুর, চিলমারীও ফুলবাড়ী উপজেলার সাধারণ মানুষ রাজারহাটের চর খিতাবখাঁ বুড়িরহাট এলাকায় একত্রিত হয়ে আন্দোলন সফল করার জন্য অবস্থান করছেন। এসময় বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ও তিস্তা বাঁচাও কমিটির জেলা সমন্বয়ক মোস্তাফিজার রহমান, বিএনপির ১নং যুগ্ম আহবায়ক ও তিস্তা বাঁচাও কমিটির সদস্য সফিকুল ইসলাম বেবু, ২নং যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাসিব ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, রাজারহাট উপজেলার বিএনপির সাবেক সভাপতি ও তিস্তা বাঁচাও কমিটির উপজেলা সমন্বয়ক আনিছুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাহিদুল ইসলামসহ উপজেলার নেতৃবৃন্দ। জানা গেছে, তিস্তা নদী বেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। সোমবার দুইদিন ব্যাপী কর্মসূচির প্রথম দিন ছিল।
রংপুর ব্যুরো: রংপুরে একযুগ(১২ বছর)পর শিবির নে...
বগুড়া প্রতিনিধিঃ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়...
পাবনা প্রতিনিধিঃ ‘আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিচ্ছেন আমার দলের কিছু নেত...
নিউজ ডেস্কঃ বহির্বিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল দেশ হিসাবে পরিচিত করতে ষ...
নিউজ ডেস্কঃ অর্থপাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে করা মামলায় খালাস বিএন...
মন্তব্য (০)