
ছবিঃ সিএনআই
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রথমবারের মতো কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ‘আধুনিক কৃষি যান্ত্রিকীকরণ ও জীবাশ্মসম্পদের দক্ষ ব্যবহারের মাধ্যমে চতুর্থ কৃষি বিপ্লব বাস্তবায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ সোসাইটি অব অ্যাগ্রিকালচার মেশিনারি অ্যান্ড বায়ো রিসোর্স ইঞ্জিনিয়ারিং (বিএসএএমবিই) এবং বাকৃবির কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ২৪০ জন বিজ্ঞানী, কৃষি প্রকৌশলী, নীতিনির্ধারক, উদ্যোক্তা, কৃষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।
সম্মেলনে ছয়টি টেকনিক্যাল সেশন, একটি ব্যবসায়িক সেশন ও দুটি পোস্টার সেশনে মোট ১৬০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। এছাড়া প্লেনারি সেশনে চারটি বিষয় নিয়ে আলোচনা হবে। সেরা গবেষণা প্রবন্ধ ও পোস্টারগুলো ‘জার্নাল অব অ্যাগ্রিকালচারাল মেশিনারি অ্যান্ড বায়োরিসোর্সেস ইঞ্জিনিয়ারিং’-এ প্রকাশ করা হবে।
সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন - বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি ড. জিয়াওকুন শি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউসুফ আখন্দ, এসিআই মোটরস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানী।
উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, "কৃষি যান্ত্রিকীকরণ শুধু সুযোগ নয়, এটি একান্ত প্রয়োজনীয়। এটি উৎপাদনকে লাভজনক ও কার্যকর করার পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই কৃষি নিশ্চিত করবে।"
প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, "কৃষিতে সর্বাধুনিক প্রযুক্তির প্রসারে এই সম্মেলন নতুন দিগন্ত উন্মোচন করবে। উৎপাদন প্রযুক্তির উন্নয়ন ও যান্ত্রিকীকরণ খরচ কমিয়ে কৃষকদের লাভজনকতা নিশ্চিত করবে।"
সম্মেলনের সুপারিশ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন কৃষি সচিব।
সম্মেলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে কৃষি যন্ত্রপাতির মেলার আয়োজন করা হয়েছে। এতে সরকারি ও বেসরকারি আটটি প্রতিষ্ঠান তাদের আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রদর্শন করছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তিও প্রদর্শিত হচ্ছে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃব...
জাককানইবি প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি)...
জাককানইবি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য...
জাককানইবি প্রতিনিধিঃ জুলাই-আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যূত্থানে...
মন্তব্য (০)