• সমগ্র বাংলা

গাজীপুরে বনের ভেতর মিলল নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ২ দিন পর গহিন বন থেকে ফালান (২৬)  নামের এক অটোরিকশা চালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহ উদ্ধারের সময় তার সঙ্গে থাকা অটোরিকশাটি পাওয়া যায়নি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল। এর আগে দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামের জোড়পুকুর এলাকার রাথুরা বনের ভেতর থেকে মরদেহটি পাওয়া যায়।

নিহত ফালান ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের চারবাড়িয়া গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের বাদল মিয়ার বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

ওসি বলেন, গত সোমবার অটোরিকশা চালকের স্ত্রী রিনা আক্তার বাদী হয়ে থানায় নিখোঁজের একটি জিডি করেন। এরপর থেকে পুলিশ অটোরিকশা চালককে উদ্ধারের কাজ করে।

ওসি আরো বলেন, বনের ভেতর একটি মরদেহ পড়ে রয়েছে এমন খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়। পরে চালকের স্বজনদের জানানো হয়। পরে তারা এসে মরদেহ শনাক্ত করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মুখে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিমের ওই কর্মকর্তা।

 

মন্তব্য (০)





image

ঘোষ্পা ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে রোমাঞ্চকর...

কুমিল্লা প্রতিনিধি : উচ্ছ্বাস, আবেগ আর বহু প্রতীক্ষিত সাফল্যের জোয়ারে ভাসল ঘো...

image

বেঁচে নেই শিশু সাজিদ

নিউজ ডেস্ক : রাজশাহী তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ...

image

গোপালপুর উপজেলা ছাত্রদলের কমিটি স্থগিত

গোপালপুর, টাঙ্গাইল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গোপালপুর ...

image

সরিষাবাড়িতে চুরি করতে গিয়ে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসর...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে চুরি করতে গ...

image

লালমনিরহাটে বিজিবির অভিযানে স্বর্ণকাতান শাড়ি জব্দ

লালমনিরহাট প্রতিনিধি : সীমান্তে চোরাচালানবিরোধী অভ...

  • company_logo