
প্রতীকী ছবি
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ২ দিন পর গহিন বন থেকে ফালান (২৬) নামের এক অটোরিকশা চালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহ উদ্ধারের সময় তার সঙ্গে থাকা অটোরিকশাটি পাওয়া যায়নি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল। এর আগে দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামের জোড়পুকুর এলাকার রাথুরা বনের ভেতর থেকে মরদেহটি পাওয়া যায়।
নিহত ফালান ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের চারবাড়িয়া গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের বাদল মিয়ার বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
ওসি বলেন, গত সোমবার অটোরিকশা চালকের স্ত্রী রিনা আক্তার বাদী হয়ে থানায় নিখোঁজের একটি জিডি করেন। এরপর থেকে পুলিশ অটোরিকশা চালককে উদ্ধারের কাজ করে।
ওসি আরো বলেন, বনের ভেতর একটি মরদেহ পড়ে রয়েছে এমন খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়। পরে চালকের স্বজনদের জানানো হয়। পরে তারা এসে মরদেহ শনাক্ত করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মুখে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিমের ওই কর্মকর্তা।
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ রাজনৈতিক নেতৃ বৃন্দ,পেশাজীবি বিশিষ্টজন ও সাংবাদিক,&...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং জুলাই যোদ...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রাম...
নিউজ ডেস্কঃ পাহাড়ের আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএস...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে কুড়িগ্রামে মহান স্ব...
মন্তব্য (০)