প্রতীকী ছবি
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার রাত ১০ টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার রহমান মন্ডলের ছেলে হোসাইন মন্ডল, মঞ্জুর আলীর ছেলে মিথুন প্রামানিক ও জিয়াউর রহমানের ছেলে শাহ নেওয়াজ। নিহতদের মরদেহ আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তারা বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে মোটরসাইকেলে তিন বন্ধুসহ ৯ জন দুপচাঁচিয়া থেকে একসঙ্গে নওগাঁ বাণিজ্য মেলায় ঘুরতে যায়। মেলায় ঘোরাফেরা শেষে ফেরার পথে সান্তাহার এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ঢাকাগামী একটি কোচ বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পরে৷ এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়।
এ প্রসঙ্গে আদমদিঘী থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান জানান, নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও ঘাতক ট্রাক চালককে ইতিমধ্যেই আটক করা হয়েছে বলে জানান তিনি।
নওগাঁ প্রতিনিধি: রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছরের কিশোরী আরাব...
নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া ১১ বছর বয়সী কিশো...
নিউজ ডেস্কঃ অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালু করতে সারা দেশে পুলিশকে ...
নওগাঁ প্রতিনিধি: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল ...
নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১২ হাজার ৫৩২ ...
মন্তব্য (০)