• সমগ্র বাংলা

পাবনায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মারামারি, মোটরসাইকেল ভাঙচুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ ও র‍্যালিতে অংশ নিয়ে মারামারিতে জড়িয়েছেন পাবনা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে কয়েকজন আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে পাবনা গোপালপুরস্থ পাবনা জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে অংশ নিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিভিন্ন এলাকা থেকে একেকজনের নেতৃত্বে মিছিল সহকারে দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন তারা।

এদিকে, র‍্যালি শুরুর আগে দুপুর ১টার দিকে জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেয়ার সময় হঠাৎ মারামারিতে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা এদিক-সেদিক ছুটাছুটি করতে থাকেন। পরে ছাত্রদল ও বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

মারামারিতে জড়িয়ে পড়া দুই গ্রুপই এক পর্যায়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ায় মারামারির কারণ ও তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।

এ বিষয়ে পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জানান, সেই সময় (মারামারির সময়) আমরা ফাঁকে ছিলাম, আমরা ঘটনা বুঝতে পারি নাই। কারা কি নিয়ে মারামারি করলো আমরা খোঁজখবর নিচ্ছি। খবর পেলে আপনাকে জানাবো।

এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, তেমন কোনো ঘটনা নয়, একটু ধাক্কাধাক্কি লেগেছিল। পরে নেতারা ঠিক করে দিয়েছে।

 

মন্তব্য (০)





image

নীলফামারী জেলা কারাগারে হাজতির মৃত্যু

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলা কারাগারে জাহিদুল ইসলাম (৪০) নামে এক ...

image

পাবনায় মুড়িকাটা পেঁয়াজ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

পাবনা প্রতিনিধিঃ পাবনার সদর ইউনিয়নের চরতারাপুর বাহিরচর গ্রামের রাব্বি হোসাইন ...

image

উলিপুরে চর দখলে নেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে একজন...

কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের উলিপুরে চর দখলে নেয়াকে কেন্দ্র কর...

image

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, কয়েকটি কারখা...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের জিরানী এলাকার একটি কারখানার শ্রমিকরা বাৎসরি...

image

বগুড়ায় শ্রমিকলীগ কর্মীকে নিয়ে দোকান দখলে যুবদল নেতা: এলা...

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় শ্রমিকলীগ কর্মীর হয়ে অবৈধভাবে দোকান দখলের চেষ্টার অভি...

  • company_logo