• স্বাস্থ্য

ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাদিয়া তাসনিম মুনমুন এর সভাপতিত্বে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ বলেন, তরুণরাই দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টির সহযোগিতা খেলাধূলা ও স্বাস্থ্য সেবার প্রদানের মাধ্যমে তাদেরকে আদর্শ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণরা অগ্রণী ভূমিকা রেখেছে। দেশের জন্য যারা শহিদ হয়েছেন তাঁদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তরুণরা যাতে বিপথগামী না হয় সে জন্যে তাঁদের শিক্ষা চিকিৎসার পাশাপাশি যাতে তরুণরা মাদক মুক্ত জীবন গড়তে পারে সে বিষয়ে আমাদের সকলের ভূমিকা রাখতে হবে। 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথের সঞ্চালনায় এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মনজুরুল হক হাসান, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, উপজেলা সুশাসনের জন্য নাগরিগ সুজনের সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ। 

আলোচনা সভা শেষে নব যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এসময় তিনি বলেন, ঈশ্বরগঞ্জ হাসাপাতালে দালাল চক্রের কাছে রোগীরা জিম্মি। আমার কাছে এধরনের ভিডিও ফুটেজ রয়েছে। আজ থেকে ঈশ্বরগঞ্জ হাসপাতাল দালাল মুক্ত হিসেবে চলবে। আজকের পর যদি হাসপাতালে দালালের উপস্থিত লক্ষ করা যায়। তাহলে ওই দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

কিশোরগঞ্জে ভুল ইনজেকশন পুশ, ২ রোগীর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে হাসপাতালে অপারেশন থিয়েটারে নেওয়ার প্রস্ত...

image

বগুড়ায় হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

বগুড়া প্রতিনিধিঃ শীতের সঙ্গে পাল্লা দিয়ে বগুড়ার হাসপাতালগুলোতে বাড়ছে...

image

এইচ.এম.পিভি ভাইরাস প্রতিরোধে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে মেড...

দিনাজপুর প্রতিনিধিঃ দেশে প্রথম বারের মত এইচএমপিভি রোগী শনাক্ত হওয়ায় দিনা...

image

২৪ ঘণ্টায় আরও ৩৯ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

স্বাস্থ্য ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৯ জন রোগী দ...

image

চিকিৎসা পাবেন গোপালপুরে বিরল রোগে আক্রান্তরা

গোপালপুর প্রতিনিধিঃ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে, টাঙ্গাইলের গোপালপু...

  • company_logo