• প্রশাসন

কুড়িগ্রামে কনস্টেবল নিয়োগ মেধা ও যোগ্যতায় সুযোগ পেয়ে প্রার্থীদের মাঝে আনন্দ

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ৬০ জন প্রাথমিকভাবে নির্বাচিত, সম্পুর্ন মেধা ও নিজ যোগ্যতায় সুযোগ পেয়ে প্রার্থীদের মাঝে আনন্দ বিরাজ করছে। 'সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানে কুড়িগ্রাম জেলায় নিয়োগ যোগ্য শূণ্য পদের বিপরীতে সম্পুর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে গত ২০ নভেম্বর ২০২৪ রাতে কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সেপ্টেম্বর ২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ মাহফুজুর রহমান কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন। 

এসময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী অনেকে আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন। পুলিশ সুপার তার বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।

এসময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, দিনাজপুর হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব আ.ন.ম. নিয়ামত উল্লাহ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল ৬০ জনের শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে প্রায় ০৬ হাজার প্রার্থী শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।

শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরিক্ষা শেষে ৫২৯ জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় ২৩৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে তন্মধ্যে  চূড়ান্তভাবে মেধায় ৫৭ জন ও মুক্তিযোদ্ধা কোঠায় ০৩ জনসহ সর্বমোট ৬০ জনকে মনোনীত করে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ড ৷

মন্তব্য (০)





image

কুড়িগ্রামে নৌ-ডাকাতি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলায় নৌ-ডাকাতি প্রতিরোধকল্পে জেলা প্রশাসন ও জ...

image

পঞ্চগড়ে জেলা প্রশাসকের ফ্রি ওয়াই ফাই জোনের উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ফ্রি ওয়াই ফাই জোনের উদ্বোধন করেছেন, জেলা প্রশাসক মো...

image

পঞ্চগড়ে অপরাধ নির্মূলে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধিঃ মাদককে না বলি, সুস্থ সুন্দর সমাজ গড়ি এরি লক্ষ্যে মাদক ও অন...

image

ফরিদপুরে নেশার টাকা জোগাড় করতে রিকশাচালককে হত্যা

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের কাচারীর ট...

image

শনিবার রাত থেকে ইজতেমা এলাকায় গণপরিবহন বন্ধ থাকবে

গাজীপুর প্রতিনিধি: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রবিবার (২ ফে...

  • company_logo