• লাইফস্টাইল

বর্ষায় সুস্থ থাকতে যা করতে পারেন

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ বর্ষায় পানিবাহিত রোগের সংখ্যা বেড়ে যায়। দেখা দেয় বিভিন্ন ধরনের সংক্রমণ। এছাড়া বর্ষায় মশা এবং রোগবাহী পোকামাকড়ের বিস্তার বেড়ে যাওয়ার ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েডের মতো রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এসব থেকে বাঁচতে একটু বাড়তি সতর্কতা প্রয়োজন। এক্ষেত্রে সাতটি টিপস মেনে চললে খুব সহজেই বর্ষায় শারীরিক সুস্থতা ধরে রাখা সম্ভব।রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান বর্ষা মৌসুমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন খাবার বেশি গ্রহণ করতে হবে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের ফল, সবুজ শাক-সবজি, আদা, রসুন, হলুদ খাদ্যতালিকায় রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন বর্ষায় সুস্থ থাকতে নিজের পরিষ্কার-পরিচ্ছন্নতা পূর্বশর্ত। নিয়মিত হাত ধুতে হবে, যার মাধ্যমে জীবাণু দূর করে ঠাণ্ডা-কফ জাতীয় সমস্যা থেকে মুক্ত থাকা যায়।বিশুদ্ধ পানি পান করুন বর্ষাকালে শরীরে নানাবিধ রোগ বাসা বাঁধার পেছনে অন্যতম প্রধান কারণ দূষিত পানি।

এমন পানি গ্রহণের ফলে ডায়রিয়া, কলেরা, টাইফয়েডের মতো রোগ ছড়িয়ে পড়ে। তাই বর্ষায় বিশুদ্ধ পানি পানের ক্ষেত্রে সচেতনতা প্রয়োজন। স্ট্রিট ফুড এড়িয়ে চলুন বর্ষায় খাবারের ব্যাপারে একটু বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে। বাসায় তৈরি খাবারকে প্রাধান্য দিতে হবে, এড়িয়ে চলতে হবে স্ট্রিট ফুড।মশক নিধনে ব্যবস্থা নিন বর্ষা মৌসুমে মশার কারণে ডেঙ্গু, চিকনগুনিয়ার মতো রোগবালাই ছড়ায়। তাই মশার স্প্রে, ক্রিম এবং মশারি ব্যবহার করতে হবে।পোশাকের ক্ষেত্রে সচেতন হতে হবে বর্ষাকালে সুস্থ থাকতে যথাযথ পোশাক পরিধান করতে হবে। ফুলহাতা শার্ট এবং পা পুরোপুরি ঢেকে রাখে এমন প্যান্ট পরিধান করলে সংক্রমণের সম্ভাবনা হ্রাস পায়।

চারপাশ পরিষ্কার রাখতে হবে বর্ষায় নিজের ঘরদোর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। খেয়াল রাখতে হবে বাড়ির কোথাও যেন পানি না জমে, কারণ সেখান থেকেই ডেঙ্গু ছড়িয়ে দেওয়া এডিস মশার জন্ম হতে পারে। এছাড়া চারপাশ পরিষ্কার রাখলে জীবাণুর উপস্থিতি কিছুটা হলেও কমবে।

মন্তব্য (০)





image

এই বর্ষায় শুরু হচ্ছে “বিশ্বরঙ নীল উৎসব ২০২৫”

লাইফস্টাইল ডেস্কঃ “তবু, হে অপূর্ব রুপ, দেখা দিলে কেন কে জানে” &nd...

image

সম্পর্কে অস্বস্তি বোধ করে থাকেন, তাহলে এই লক্ষণগুলো মিলিয়...

লাইফস্টাইল ডেস্ক: আমরা যাদের সঙ্গে সময় কাটাই তারা আমাদের অনুভূতির ওপর স...

image

কোকিল কেন বসন্তকালেই কুহু কুহু ডাকে? জানেন না অনেকেই

লাইফস্টাইল ডেস্ক: ‘পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে/ বাসনার রঙে মিশি ...

image

হীরা কালেকশনের বিজয় দিবস এর ক্যাম্পেইন ফটোশুট এ সেলিব্রিট...

লাইফস্টাইল ডেস্কঃ  এবার বিজয় দিবস উপলক্ষে বিশেষ এক ফটোশুট এ দেখা যায় বাং...

image

ত্বকের সব সমাধানে নিম পাতা খেতে হবে এই নিয়মে, চলুন জেনে ন...

লাইফস্টাইল ডেস্ক: নিমপাতার কথা শুনলেই অনেকের গা গুলিয়ে ওঠে। তবু শরীরের ক...

  • company_logo