• বিশেষ প্রতিবেদন

চট্টগ্রামে ৩দিন ব্যাপি সাম্পান খেলা ও মেলা শুরু

  • বিশেষ প্রতিবেদন
  • ০৯ মে, ২০২৪ ১৮:৪৭:৫৫

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি : কর্ণফুলীতে সাম্পান খেলা ও সাংস্কৃতিক মেলা শুরু। তিনদিন ব্যাপি এ মেলা ও খেলা গতকাল বুধবার সকাল ১০ ঘটিকায় ১৮৩ তম আসরের এ মেলা ও খেলা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন, সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলার সভাপতি চ্যানেল আই এর ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ। বিনি সুতার মালা অনুষ্টানের উদ্ধোধক ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ডা: মাহফুজুর রহমান, সাংস্কৃতিক মেলায় প্রধান অতিথি ছিলেন চটটগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য শাহেদুর রহমান শাহেদ। বক্তব্য রাখেন, সাম্পান মাঝি কল্যান সমিতির সভাপতি এস,এম, পেয়ার আলী, যুগ্ম সা:সম্পাদক জাফর আহমদ, লোকমান, দয়াল, কাব চট্টগ্রাম জোনের জানে আলম, চলচ্চিত্র সাইফ আজাদ প্রমুখ।

অন্যদিকে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অভয়মিত্র ঘাট থেকে সাম্পান শোভাযাত্রা র‌্যালী শুরু হবে। প্রধান থাকবেন, সি,এম,পি কমিশনার কৃঞ পদ রায়, আগামীকাল শুক্রবার নেভাল টুু থেকে সি ডি এ মাঠ এলাকায় সাম্পান খেলা উদ্ধোধন করবেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ টি,এম পেয়ার রুল ইসলাম। প্রধান অতিথি থাকবেন, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মো: ফখরুজ্জামান।

মন্তব্য ( ০)





  • company_logo