• সমগ্র বাংলা

নড়াইলের রাস্তার রবি শষ্য পেঁচিয়ে টয়োটা পুঁড়ে ছাই!

  • সমগ্র বাংলা
  • ২৩ মার্চ, ২০২৪ ২০:৫০:৫৯

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঔসোনা ইউনিয়নের পূর্ব রামপুর গ্রামে রাস্তায় শুকাতে দেওয়া রবি শষ্য চাকায় পেঁচিয়ে আগুন ধরে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী নাজমুল হক প্রিন্স এর টয়োটা স্কয়ার প্রাইভেট কার ভস্মিভূত হয়েছে। ২৩ মার্চ (শনিবার) দুপুর ১ টার দিকে ওই গ্রামের আলফু শেখের ছেলে রফিক শেখের বাড়ী সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়ীতে থাকা সালামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এস,এম নাজমুল হক প্রিন্সসহ ৫ জন স্বজন অল্পের জন্য প্রানে বেঁচে যান। স্থাণীয়রা বহু চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হলে কালিয়া ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। 

স্থাণীয়রা জানান, রাস্তার পাশে এভাবে রবি শষ্য শুকানোর কারণে প্রতি বছর যানবাহন দুর্ঘটনায় অনেক প্রান অকালে ঝরে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া উচিৎ বলে তারা মনে করেন। 

নড়াগাতী থানা ছাত্র লীগের সভাপতি মঞ্জুর চৌধুরী বলেন, তার বাড়ীর কাছেই এ দুর্ঘটনাটা ঘটেছে। গাড়ীর চাকায় কলাইয়ের গাছ বা কাকচা পেঁচিয়ে সাইলেন্সারের সাথে মিশে আগুন লেগে যায় বলে তিনি জানান। অতঃপর তারা আগুন নিভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা নিয়ন্ত্রনে আনে। জেলা ও উপজেলা প্রশাসনকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি।

ওই গাড়ীতে থাকা চেয়ারম্যান প্রার্থীর চাচাত ভাই শিকদার ওবায়দুর রহমান বলেন, রামপুর মতি খার বাড়ীর কাছ থেকে উচু করে কলাই নেড়ে দেওয়ায় চাকায় পেঁচিয়ে যায়। অতঃপর ঘটনাস্থলে আসলে গাড়ী সম্পূর্ণ জ্যাম হয়ে আগুর লেগে যায়। দ্রুত লক খুলে আমরা বেরিয়ে আসি। অল্পের জন্য মহান আল্লাহ আমাদের বড় বিপদ থেকে রক্ষা করেছেন।

 

কালিয়া ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার মোঃ জাকির হোসেন বলেন, দুপুর ১২:৫০ মিনিটে আমরা পূর্ব রামপুরায় আগুন লেগেছে মর্মে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনি। সড়কে শুকাতে দেওয়া কলাই থেকে  আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ দুর্ঘটনায় একটি টয়োটা স্কয়ার গাড়ী পুঁড়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষয় ক্ষতির প্রকৃত হিসাব জানা যাবে বলে তিনি জানান।

মন্তব্য ( ০)





  • company_logo