• সমগ্র বাংলা
  • লিড নিউজ

 ফরিদপুরে স্টপেজের দাবিতে ট্রেনের গতিরোধ  

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ০৫ মে, ২০২৪ ১৫:২৩:৫১

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ রাজবাড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী 'চন্দনা কমিউটার ট্রেন' ফরিদপুুর রেলস্টেশনে স্টপেজ এর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এসময় তারা রাজবাড়ী থেকে ছেড়ে আসা ট্রেনটির গতিরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

 রোববার (৫ মে) ভোর ৫ টা ১৫ মিনিট থেকে ফরিদপুর রেলস্টেশনে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

রাজবাড়ী থেকে ভোর ৫ টা ৪০ মিনিটে ফরিদপুর এসে পৌছালে বিক্ষুব্ধরা ট্রেনটির সামনে অবস্থান নেন এবং গতিরোধ করেন। এসময় তারা ফুল দিয়ে ট্রেনের পরিচালক সহ অন্যান্যদের শুভেচ্ছাও জানান। 

বিক্ষোভের মুখে এসময় প্রায় দশ মিনিট ট্রেনটি সেখানে অবস্থান করে। পরে অবস্থানকারীরা সরে গেলে ৫টা ৫০ মিনিটের দিকে ভাঙ্গা হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেন। 

রেলওয়ে সূত্র থেকে জানা যায়, রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা পথে রোববার থেকে বাণিজ্যিক ভাবে নতুন করে এক জোড়া কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। 

এর আগে শনিবার (৪ ই মে) আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। 

তবে মাঝপথে ফরিদপুর রেলস্টেশনে কোন যাত্রাবিরতি না থাকায় এ নিয়ে ফরিদপুরের রেলযাত্রীদের ও সাধারণ জনগনের  মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। 

তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য রেলমন্ত্রী সহ সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি ও আহবান  জানান।

মন্তব্য ( ০)





  • company_logo