• সমগ্র বাংলা

যৌন নিপীড়ন হয়রানী মুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন

  • সমগ্র বাংলা
  • ২০ মার্চ, ২০২৪ ১২:৫১:৫৩

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ যৌন নিপিড়ন এবং হয়রানীমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদের ডাকে আজ বুধবার দুপুরের দিকে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।দুর্যোগপূর্ন আবহাওয়ায় গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে কর্মসূচিতে অংশ নেন নারীবাদী সংগঠনের প্রতিনিধিরা। ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের একজন ছাত্রীকে আত্বহত্যায় প্ররোচনা এবং দিনাজপুরে একজন ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানীর ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তারা।  

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সারদেশ্বরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার, সাবেক প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা কমিটির সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, স্বেচ্ছাসেবি বেসরকারি উন্নয়ন সংস্হা পল্লীশ্রী'র রওনক আরা নীপা এবং মহিলা পরিষদের জেলা কমিটির সভানেত্রী কানিজ রহমানসহ অন্যান্যরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রীকে আত্বহত্যায় প্রচোরানায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের  সহকারি প্রক্টর দ্বীন আমান আইন বিভাগের ছাত্র রায়হান সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি দিনাজপুরে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানীর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বক্তারা।

মন্তব্য ( ০)





  • company_logo