• সমগ্র বাংলা
  • লিড নিউজ

এশিয়ার বৃহৎ ঈদগা ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায়ে প্রস্তুতিসভা সম্পন্ন

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ১৮ মার্চ, ২০২৪ ১১:৪৪:০২

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ঈদগা মাঠ দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দানে বরাবরেরর মত আসন্ন ঈদুল ফিতরের নামাজ আদায়ের বিষয়ে গতকাল রবিবার রাতে প্রস্তুতিমূলকসভা জেলা প্রশাসকের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। একমাত্র প্রধান জামাতে নামাজ আদায় করা হবে সকাল ৯ টায়। 

বরাবরের মত এবারো নিরাপদে সুষ্ঠুভাবে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের বিষয়ে সার্বিক ব্যবস্হার প্রস্তুতি নিতে ঈদগা মাঠ পরিচালনা কমিটি, আইন প্রয়োগকারি সংস্হার নিরাপত্তা, গোয়েন্দা নজরদারি, সিটিটিভি ক্যামেরা স্হাপন, ট্রাফিক নিয়ন্ত্রন, প্রাথমিক চিকিৎসা ব্যবস্হা, ওজু পানিসহ প্রয়প্রণালীসহ সকল ধরনের ব্যবস্হা গ্রহনের মাধ্যমে সুষ্ঠুভাবে নামাজ আদায়ের ব্যবস্থার গ্রহনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এজন্য ১৯টি উপ-কমিটি গঠন করা হয়েছে।পাশাপাশি জেলা শহরের বিভিন্ন পাড়া মহল্লা কেন্দ্রীক ছোট ছোট জামাতগুলোকে গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়েছে। এতে এবারো এক সাথে ৫ লক্ষাধিক মুসল্লী ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে আশা করছেন আয়োজকরা। 

সভায় জানানো হয়, ঈদের নামাজ আদায়ে আশপাশের চলাচলকারি আভ্যন্তরিনসহ মুল সড়ক ও মাঠসহ নামাজিদের সার্বিক নিরাপত্তায় পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ পর্যাপ্ত স্বেচ্ছাসেবি নিয়োজিত থাকবে।

পাশাপাশি জেলা সদর এবং বিভিন্ন উপজেলাসহ আশপাশের জেলার মুসল্লিদের ঈদের নামাজ  আদায়ে যাতায়াতের সুবিধার্থে পার্বতীপুর এবং সেতাবগঞ্জ স্টেশন থেকে দিনাজপুরের রেল স্টেশন পর্যন্ত বিশেষ ট্রেনের চলাচলের ব্যবস্হা রাখা হবে। অন্যদিকে আইনশৃংখলা বাহিনীর অনুমতি ছাড়া ঈদ নামাজের সময় ড্রােনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।  এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বােরহান-উল-ইসলাম সিদ্দিকী, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল, আওয়ামীলীগের জেলা কমিটির সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, ইমাম সমিতির নেতা মাওলানা মতিউর রহমান কাসেমিসহবিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ধর্মীয়সহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।

মন্তব্য ( ০)





  • company_logo