• সমগ্র বাংলা

কালীগঞ্জে ১০০ কৃষক বিনামূল্যে পেলো পাট বীজ

  • সমগ্র বাংলা
  • ১৩ মার্চ, ২০২৪ ১৮:৫৮:৪৮

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ কৃষি প্রণোদনা বিতরণ করেন।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান। একে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম। এ সময় উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন

২০২৩-২৪ অর্থ বছরে খরিফ-১/২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। প্রতিজন কৃষককে ১ বিঘা জমি চাষের জন্য ১ কেজি করে বিনামূল্যে ১০০ জন কৃষককে বিজেআরআই তোষাপাট-৮ জাতের বীজ বিতরণ করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo