• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে এক বছরে সড়ক পরিবহন আইনে আড়াই কোটি টাকা জরিমানা আদায়

  • অপরাধ ও দুর্নীতি
  • ১২ মার্চ, ২০২৪ ২০:৩০:৩৪

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে এক বছরে সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নে আড়াই কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) কুড়িগ্রাম ট্রাফিক অফিস জানায়, গত ১ বছরে কুড়িগ্রামে বিভিন্ন যানবাহনকে ৮ হাজার ৪৮০টি মামলা দেয়া হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৩৫০টি মামলা নিষ্পত্তি হয়েছে। এসব মামলায় জরিমানা করা হয়েছে ২ কোটি ৫১ লাখ টাকা।

ট্রাফিক ইন্সপেক্টর বানিউল আনাম জানান, পুলিশ সুপার স্যারের দিক-নির্দেশনায় সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নে হেলমেট বিহীন, ড্রাইভিং লাইসেন্সবিহীন ও ফিটনেস বিহীন গাড়ি যেন সড়কে চলতে না পারে, সেই বিষয়টি আমরা নিশ্চিত করছি। মানুষের মাঝে সচেতনতা বাড়াতে প্রায় ১০৫টি জনসচেতনতামূলক সভা করেছে ট্রাফিক বিভাগ।

পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, সড়ক পরিবহন আইন ২০১৮ ব্যস্তবায়নে মালিক শ্রমিক ইউনিয়ন, পেশাদার মোটরযান চালক, স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীসহ পথচারী জনসাধারণদের নিয়ে বিভিন্ন সময়ে আমরা সচেতনতামূলক সভার আয়োজন করেছি। হেলমেট বিহীন, ড্রাইভিং লাইসেন্সবিহীন ও ফিটনেস বিহীন গাড়ি যেন সড়কে না চলে, এ নিয়ে আমরা কাজ করছি।

মন্তব্য ( ০)





  • company_logo