• অপরাধ ও দুর্নীতি

দিনাজপুরে শিশু হত্যাকারির যাবজ্জীন কারাদন্ড

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৩ এপ্রিল, ২০২৪ ১৫:১৬:০৪

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে শিশু হত্যা মামলায়  অর্থ দন্ডসহ  মমতাজ উদ্দিন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৩ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে ওই রায় ঘোষনা করেছেন অতিরিক্ত জেলা ও দ্বায়রা জজ  আদালত ২ এর বিচারক শ্যাম সুন্দর রায়।

দন্ডিত মমতাজ উদ্দিন (৫২) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পশ্চিম খাজাপুর গ্রামের মৃত মীর উদ্দিনের ছেলে। বেকসুর খালাস পেয়েছে বোন মর্জিনা বেগম (৫৫) ছেলে মোস্তাফিজুর রহমান (৩২) পুত্রবধূ জেসমিন আরা রুবি (৩০)।

 মামলার উদ্ধৃতি সরকার পক্ষে সহকারি এপিপি এ্যাডভোকেট শাহ মোস্তাফিজুর রহমান জানান,  গত ২০১৮ সালে ৮ জুলাই ফুলবাড়ী উপজেলার পশ্চিম খাজাপুর গ্রামের বাসিন্দা মাহবুব কাজীর ৫ বছর বয়সি শিশু পুত্র মিরাজ কাজী প্রতিবেশী মমতাজ উদ্দিনের বাড়ীতে অন্য শিশুদের সাথে খেলতে গিয়ে নিখোজ হয়। খোজাখুজির সময় অভিযুক্ত ব্যক্তি মমতাজ উদ্দিন বিভ্রান্তিকর তথ্য দিয়ে ঘটনা ভিন্নখাতে প্রবাহের চেষ্টা চালিয়েছিল।  সেসহ রাত ২ টা পর্যন্ত শিশুটির সন্ধ্যান চালান পরিবারের সদস্যরা। কথাবার্তার এক পর্য্যায়ে লাশ ডোবায় খোজার পরামর্শ দেয় সে।  পরদিন দেখানো স্হান প্রতিবেশীর ডোবায় শিশুটির রক্তাক্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পুলিশ এসে লাশের সুরহতাল রিপোর্ট তৈরি করে।  পেটে ছুরিকাঘাত করা ছাড়াও শ্বাসরুদ্ধ করে শিশু মিরাজ কাজীকে হত্যার আলামত দেখতে পান সংশ্লিষ্টরা।

বাদী হত্যার শিকার শিশু মিরাজ কাজীর পিতা মাহবুব কাজীর অভিযোগ, তার সম্পত্তির উত্তরাধিকার নির্মূলে হত্যাকান্ড ঘটিয়েছি মমতাজ উদ্দিনসহ পরিবারের অন্য সদস্যরা।

আদালতে স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে দোষি প্রমানিত অভিযুক্ত মমতাজ উদ্দিনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক। অন্য ৩ জন পেয়েছে বেকসুর খালাস। 

মন্তব্য ( ০)





  • company_logo