• অর্থনীতি

নীলফামারীতে চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচন অনুষ্ঠিত

  • অর্থনীতি
  • ১০ মার্চ, ২০২৪ ১৩:৪৭:০২

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনে জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব মিজানুর রহমানের নেতৃত্বে ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ এর প্যানেল জয় পেয়েছে। 

শনিবার রাত নয়টার দিকে শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন কেন্দ্রে ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনী পরিচালনা বোর্ডের প্রধান আরিফ হোসেন মুন। এরআগে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে মিজানুর রহমানের নেতৃত্বে ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ এবং প্রকৌশলী সফিকুল আলম ডাবলুর নেতৃত্ব ‘ব্যবসায়ী ঐক্য পরিষদ’ প্রতিদ্বন্ধিতা করে। নির্বাচনে ১হাজার ১১৯ভোট পেয়ে প্রথম হন মিজানুর রহমান।

এছাড়া ১হাজার ১১৭ ভোট পেয়ে দ্বিতীয় মনিরুল ইসলাম সুইডেন, ১হাজার ১০৩ ভোট পেয়ে তৃতীয় হন আব্দুল ওয়াহেদ সরকার, ১০৯৮ ভোট পেয়ে চতুর্থ সামিউল ইসলাম শাওন, ১০৯৩ ভোট পেয়ে আতিয়ার রহমান পঞ্চম, ১০৩৮ ভোট পেয়ে ষষ্ঠ হয়েছেন মফিজার রহমান, ১০০৬ ভোট পেয়ে সপ্তম হয়েছেন রোকনুজ্জামান সরকার, ৯৮৫ ভোট পেয়ে অষ্টম হয়েছেন আরমান হাবিব, ৯৭৯ ভোট পেয়ে নবম হয়েছেন মোকছেদুল ইসলাম মোকছেন, ৮৮৩ ভোট পেয়ে দশম হয়েছেন দেলোয়ার হোসেন, ৮৭৮ ভোট পেয়ে এগারতম হয়েছেন আসাদুজ্জামান রাশেদ এবং ৮৬৬ ভোট পেয়ে বারতম স্থানে এসেছেন মাহবুবুর রহমান মনি। 

এছাড়া সহযোগী পাঁচজনের মধ্যে ৬২৫ ভোট পেয়ে প্রথম হয়েছেন নওশাদ আলম, ৬০৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন আখতার সিদ্দিকী পাপ্পু, ৫৯৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন নাঈম ইসলাম জীবন, ৫৬৯ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন রিপন কুন্ডু এবং ৪৯৬ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন মানু হোসেন। 

নির্বাচন পরিচালনা বোর্ড সুত্র জানায়, সাধারণ গ্রুপে ১হাজার ৯৪০জন ভোটারের মধ্যে ১হাজার ৬৪৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ৩৮টি ভোট বাতিল হয়। 

এছাড়া সহযোগী গ্রুপে ৯৬৩টি ভোটের মধ্যে ৭৯৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ১২টি ভোট বাতিল হয়। নির্বাচন পরিচালনা বোর্ড প্রধান আরিফ হোসেন মুন জানান, সাধারণ গ্রুপে ভোট পড়েছে শতকরা ৮৪.৬৯ ভাগ এবং সহযোগী গ্রুপে ভোট পড়েছে ৮২.৩৪ ভাগ। 

তিনি জানান, ইতোমধ্যে ট্রেড গ্রুপ থেকে বাংলাদেশ কেমিস্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির নীলফামারী জেলা সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবজু ও বাংলাদেশ ফার্টিলাইজার সমিতির আমিনুল ইসলাম নির্বাচিত হন।

মন্তব্য ( ০)





  • company_logo